নয়াদিল্লি: অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে বিশ্ব৷ কর্মী ছাঁটাই ও করোনা আতঙ্কের সাঁড়াশি আক্রমণে জেরবার মানুষ৷ এই পরিস্থিতি থেকে বাদ যায়নি ভারত৷ ভারতে কোথাও হচ্ছে কর্মী ছাঁটাই কোথাও কমিয়ে দেওয়া হচ্ছে বেতন৷ যে কোনও মুহূর্তে ইমেল মারফত আসতে পারে দুঃসংবাদ৷ আতঙ্কে দিন কাটাচ্ছেন বেসরকারি সংস্থার কর্মীরা৷
একটি অনলাইন গাড়ি বুকিং সংস্থার কর্মীরা জানিয়েছেন, মার্চেই তাঁদের ৫০০ জন কর্মী ছাঁটাই করা হয়েছে৷ পরিস্থিতি খুব খারাপ৷ আরও কর্মী ছাঁটাই হতে পারে বলে আশঙ্কায় দিন গুনছেন তাঁরা৷ অন্য দিকে, বেশ কিছু বেসরকারি সংস্থার তরফে জানানো হয়েছে, পরিস্থিতি খারাপ৷ তবে কর্মী ছাঁটাইয়ের কথা তাঁরা ভাবছেন না৷ পরিস্থিতি সামাল দিতে অন্যান্য পরিকল্পনা নেওয়া হয়েছে৷ যেমন এক বছরের জন্য বেতন বৃদ্ধি ও প্রমোশনের মতো বিষয়গুলো সরিয়ে রাখা হয়েছে৷
বেশ কয়েকটি এয়ারওয়েজ সংস্থা জানিয়েছে, তাঁদের কর্মীদের বেতন কাটা হবে৷ গোএয়ার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যে কদিন বিমান বন্ধ থাকবে, কর্মীদের বেতন কাটা হবে৷ লোকশানে চলছে সংস্থা৷ এই পথ অবলম্বন করা ছাড়া আর কোনও উপায় নেই৷ যদিও কেন্দ্রীয় সরকারের তরফে বার বার জানানো হয়েছে, লকডাউনের জেরে ভারতে কোনও বেসরকারি সংস্থার কর্মীর বেতন যেন না কাটা হয়৷ এই বিষয়ে কেন্দ্র সরকার শুধু আবেদন করতে পারে৷ চূড়ান্ত সিদ্ধান্ত তো বেসরকারি সংস্থার কর্তৃপক্ষ নেবে৷