৫০ মাস পর কার্যকর ষষ্ঠ বেতন কমিশন, কোন পথে DA ভবিষ্যৎ?

ছ’মাসের বেতন কমিশন ৫০ মাস গড়িয়ে যাওয়ার পর অবশেষে রাজ্য সরকারি কর্মীদের কার্যকর হল ষষ্ঠ বেতন কমিশন৷ আজ থেকেই সরকারি কর্মীদের বেতন কিছুটা বাড়লেও বকেয়া নিয়ে রয়েছে কর্মচারী মহলে চূড়ান্ত ক্ষোভ৷ এখনও ঝুলে মহার্ঘ ভাতা পাওয়ার স্বপ্ন৷ তবে, বেশ কিছু বিষয় নিয়ে ধোঁয়াশা থাকলেও আজ থেকে সরকারি কর্মীদের জন্য চালু হচ্ছে নয়া বেতন কমিশন৷ কার্যকর বর্ধিত হারে নতুন বেতন৷

1ce53705c78f6c5d7a35345cf0ab7c3c

কলকাতা: ছ’মাসের বেতন কমিশন ৫০ মাস গড়িয়ে যাওয়ার পর অবশেষে রাজ্য সরকারি কর্মীদের কার্যকর হল ষষ্ঠ বেতন কমিশন৷ আজ থেকেই সরকারি কর্মীদের বেতন কিছুটা বাড়লেও বকেয়া নিয়ে রয়েছে কর্মচারী মহলে চূড়ান্ত ক্ষোভ৷ এখনও ঝুলে মহার্ঘ ভাতা পাওয়ার স্বপ্ন৷ তবে, বেশ কিছু বিষয় নিয়ে ধোঁয়াশা থাকলেও আজ থেকে সরকারি কর্মীদের জন্য চালু হচ্ছে নয়া বেতন কমিশন৷ কার্যকর বর্ধিত হারে নতুন বেতন৷

রাজ্য সরকারি কর্মীদের একাংশের হিসেব বলছে, বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার ফলে গ্রুপ ডি পদে কর্মরত কর্মীদের বেতন মাসে অন্তত তিন হাজার টাকা বাড়তে চলেছে৷ গ্রুপ সি পদের কর্মীদের চার হাজার টাকার বেতন বৃদ্ধির সম্ভবনা রয়েছে৷ অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনও বাড়বে৷ বেতন বাড়বে শিক্ষক ও অশিক্ষক কর্মী, পঞ্চায়েত, পুরসভার স্থায়ী কর্মীদের৷ কর্মচারীদের বর্ধিত বেতন দেওয়ার জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে বছরে অতিরিক্ত প্রায় ১২ হাজার কোটি টাকা খরচ হবে নবান্ন সূত্রে খবর৷

রাজ্য সরকারি কর্মীদের নতুন হারে বেতন দেওয়ার জন্য ২০১৫ সালের নভেম্বর মাসে অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে ষষ্ঠ বেতন কমিশন গঠন করে রাজ্য সরকার৷দেশের স্বাধীনতার পর থেকে ১৯৭৭ সাল পর্যন্ত এরাজ্যের কর্মচারীরা কোনদিন বেতন কমিশনের মুখ দেখেননি৷ ১৯৭৭ সালে বাম সরকারের আমলে পাঁচটি বেতন কমিশন করা হয়৷ তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশন তৈরি করে৷ সেই বেতন কমিশনের সুপারিশ ৫০ মাস পর কর্যকর হল৷ কমিশনের সুপারিশ কার্যকর করা নিয়ে কম জল ঘোলা হয়নি৷ বেতন কমিশনের উপর ক্ষোভ বৃদ্ধির পর অবশেষে কার্যকর বেতন কমিশন৷

গত ২৪ সেপ্টেম্বর অর্থ দপ্তর নতুন হারে বেতন বৃদ্ধি সংক্রান্ত রোপা ২০১৯ বিজ্ঞপ্তি জারি করে সাফ জানিয়ে দেয়, কোনও বকেয়া পাওয়া যাবে না৷ একই সঙ্গে জানানো হয়, রাজ্য সরকারি কর্মীদের মূল বেতন থেকে ২.৫৭ গুণ বেতন বাড়বে৷ বছরে তিন শতাংশ হারে যে বেতন বৃদ্ধি কথাও ঘোষণা করা হয়৷

অন্যদিকে, এখনও ঝুলে মহার্ঘ ভাতার ভবিষ্যৎ৷ ২০১৭ সালে কর্মচারীরা মহার্ঘভাতার দাবি নিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে (স্যাট) মামলা দায়ে হয়৷ গতবছর স্যাট মাহার্ঘ ভাতা মামলার রায় ঘোষণা করে রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রের হারে ডিএ দেওয়ার কথা ঘোষণা করে৷ কিন্তু, সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য৷ আগামী সপ্তাহে সেই মামলার শুনানি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *