শিক্ষামন্ত্রীর এক আশ্বাসেই ২৮ দিনের অনশন প্রত্যাহার পার্শ্বশিক্ষকদের

কলকাতা: শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আশ্বাসে অবশেষে ২৮ দিনের মাথায় অনশন আন্দোলন প্রত্যাহার করলেন আন্দোলনকারী পার্শ্বশিক্ষকরা৷ বুধবারের বৈঠকে পার্শ্বশিক্ষকদের দাবি মতো ব্যবস্থা নেওয়ার জন্য কিছুটা সময় চেয়েছিলেন শিক্ষামন্ত্রী৷ এক্ষেত্রে শিক্ষা দপ্তরকে তিন মাস সময় দিয়েছেন পার্শ্বশিক্ষকরা৷ পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের তরফে মধুমিতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘সরকারের সঙ্গে আলোচনার ওপর আমরা আস্থা রাখছি৷ মার্চ মাস পর্যন্ত তারা সময়

শিক্ষামন্ত্রীর এক আশ্বাসেই ২৮ দিনের অনশন প্রত্যাহার পার্শ্বশিক্ষকদের

কলকাতা: শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আশ্বাসে অবশেষে ২৮ দিনের মাথায় অনশন আন্দোলন প্রত্যাহার করলেন আন্দোলনকারী পার্শ্বশিক্ষকরা৷ বুধবারের বৈঠকে পার্শ্বশিক্ষকদের দাবি মতো ব্যবস্থা নেওয়ার জন্য কিছুটা সময় চেয়েছিলেন শিক্ষামন্ত্রী৷

এক্ষেত্রে শিক্ষা দপ্তরকে তিন মাস সময় দিয়েছেন পার্শ্বশিক্ষকরা৷ পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের তরফে মধুমিতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘সরকারের সঙ্গে আলোচনার ওপর আমরা আস্থা রাখছি৷ মার্চ মাস পর্যন্ত তারা সময় নিয়েছেন৷ যদি তার মধ্যে কোনও ইতিবাচক সাড়া না আসে তাহলে আমরা ফের আন্দোলনে বসব৷’’

বুধবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড (প্যাব)-এর রিপোর্ট পার্শ্ব শিক্ষকদের জন্য বরাদ্দ কেন্দ্রের দেওয়া টাকার বিষয়ে শিক্ষামন্ত্রীর কাছে জানতে চেয়ে ছিলেন আন্দোলনকারীরা৷ তাঁদের একাংশের দাবি ছিল, কেন্দ্র সরকারকে টাকা পাঠালেও রাজ্য সেই টাকা কাজে লাগাচ্ছে না৷ শিক্ষা মন্ত্রী জানিয়েছেন পার্শ্ব শিক্ষকদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের প্রধান সচিব মণীশ জৈন, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা অভিযানের রাজ্য প্রকল্প অধিকর্তা শুভাঞ্জন রায় তাদের সামনেই বৈঠকে অংশগ্রহণকারীদের সেই সমস্ত হিসেব দেখানো হয়েছে৷

সেখানে দেখানো হয়েছে বেতন খাতে কেন্দ্রীয় সরকার আলাদা করে কোনও অর্থ রাজ্য সরকারকে দেয় না তাছাড়াও বিভিন্ন খাতে কেন্দ্রের কাছে এখনও ১৫০০ কোটি টাকা বকেয়া রয়েছে৷ শিক্ষা মন্ত্রী আরও বলেন টাকা নিয়ে কেন্দ্রের কাছে লিখিতভাবে জানতে চাইবে রাজ্য শিক্ষা দপ্তর, তারা আমাদের এই খাতে কত টাকা দেয়৷ তাহলে বিষয়টা সবার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে৷

বৈঠকের পর তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতির শীর্ষ নেতা রোমিউল ইসলাম শেখ জানিয়েছেন, রাজ্য সরকার বিষয়টি মানবিকভাবে দেখছে৷ কেন্দ্রীয় সরকারের টাকা রাজ্য সরকার দিচ্ছে না বলে পার্শ্বশিক্ষকদের যে উস্কানি দিয়ে আন্দোলনে নামানো তা বৈঠকে স্বীকার করেছেনকিছু নেতা৷ প্রয়াত পার্শ্বশিক্ষকদের ইপিএফের পাঁচ লক্ষ টাকা তাঁদের পরিবার দ্রুত পাবে বলেই আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 12 =