SSC-র অনশনরত প্রার্থীদের ডেকে শিক্ষামন্ত্রীর বৈঠক, কী বললেন পার্থ?

কলকাতা: এই নিয়ে তৃতীয়বার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরলেন অনশনরত চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দল৷ আজ, দুপুরে বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে তৃতীয় দফায় বৈঠক করেন SSC ছাত্র যুব অধিকার মঞ্চের তিন সদস্যের প্রতিনিধি দল৷ চাকরিপ্রার্থীদের দাবি মনদিয়ে শোনেন শিক্ষামন্ত্রী৷ সমস্যা সমাধানে বেশ কিছু আশ্বাসও দেন তিনি৷ এদিন, চাকরিপ্রার্থীদের দাবি মেটাতে রাজ্যের তরফে উদ্যোগী

SSC-র অনশনরত প্রার্থীদের ডেকে শিক্ষামন্ত্রীর বৈঠক, কী বললেন পার্থ?

কলকাতা: এই নিয়ে তৃতীয়বার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরলেন অনশনরত চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দল৷ আজ, দুপুরে বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে তৃতীয় দফায় বৈঠক করেন SSC ছাত্র যুব অধিকার মঞ্চের তিন সদস্যের প্রতিনিধি দল৷ চাকরিপ্রার্থীদের দাবি মনদিয়ে শোনেন শিক্ষামন্ত্রী৷ সমস্যা সমাধানে বেশ কিছু আশ্বাসও দেন তিনি৷

এদিন, চাকরিপ্রার্থীদের দাবি মেটাতে রাজ্যের তরফে উদ্যোগী ভূমিকা নেওয়ার আশ্বাসও দেন তিনি৷ তবে, ভোটের কারণে কোনও ঘোষণা আপাতত করা যাচ্ছে না৷ ভোট মিটলে দ্রুত বিষয়টি সমাধান হওয়ারও ইঙ্গিত মিলিছে বলেও বিকাশ ভবন সূত্রে খবর৷ সমস্যা সমাধানের ইঙ্গিত পাওয়া গেলেও এখনই কি উঠছে অনশন? চাকরিপ্রার্থী রাকেশ প্রামাণিক জানিয়েছেন, ‘‘আমরা সবার সঙ্গে আলোচনায় বসে পরবর্তী সিদ্ধান্ত নেব৷ কিন্তু, এখনই অনশন উঠছে না৷’’

এর আগে চাকরিপ্রার্থীদের অনশনের পিছনে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগও তুলেছিলেন শিক্ষামন্ত্রী৷  এসএসসি চাকরিপ্রার্থীদের একরোখা মনোভাবে রাজনীতির রঙ লেগেছে বলে আশঙ্কা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ রাজনীতির রঙ নয়, সরকারের নজর কাড়তেই এবার অনশনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷ সংবাদ মাধ্যমে শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দেন, ‘‘অনশনের পেছনে কলকাঠি নাড়ছে রাজনৈতির৷ আলোচনার পরও যদি ওরা অনশন করে, আমি কী করতে পারি বলুন৷’’

এর আগে গত ২ মার্চ সন্ধ্যায় এসএসসি চাকরিপ্রার্থীদের অনশন মঞ্চে হাজির হন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ অনশনরত সফল চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন৷ দেন একগুচ্ছ আশ্বাস৷ শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্যা মেটাতে আলোচনার বসার বার্তা দিয়ে৷ সঙ্গে অনশন প্রত্যাহের আর্জি জানান শিক্ষামন্ত্রী৷

এদিন সন্ধ্যায় দীর্ঘক্ষণ চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলে সমস্যা জানান চেষ্টা করেন শিক্ষামন্ত্রী৷ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী জানান, ‘‘তোমার বিকাশ ভবনে আসো৷ ওখানে তোমাদের সঙ্গে কথা বলব৷ এখন তোমরা অনশন তুলে নাও৷’’ জবাবে চাকরিপ্রার্থীরা সিট আপডেটের দাবি জানান৷ শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দেন, সিট আপডেট সম্ভব নয়৷ তবে, চাকরিপ্রার্থীদের সমস্যা সমাধান করা হবে বলেও আশ্বাস দেন শিক্ষামন্ত্রী৷

পরে সাংবাদিকদের সামনে শিক্ষামন্ত্রী বলেন, “অনশনকারীদের সঙ্গে দেখা হলো। ওদের অনশন তুলে নেওয়ার কথা বললাম। আসলে মুখ্যমন্ত্রী নিজেও ওদের এই অনশনে খুব চিন্তিত। ওদের মঙ্গলবার আসতে বলেছি। তারপর দেখি কী করা যায়। কিন্তু অকৃতকার্যকে তো আর কৃতকার্য করতে পারবো না।”

এর পর বিকাশভনে দ্বিতীয় দফার বৈঠক হলেও মেলেনি সমাধান সূত্র৷ টানা অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন চাকরিপ্রার্থীরা৷ রাজপথে চাকরিপ্রার্থীদের টানা ২০ দিনের অনশনকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতি তপ্ত হতে শুরু করলেই কার্যত মাঠে নামতে বাধ্য হন শিক্ষামন্ত্রী! চারকিপ্রার্থীদের ডেকে মঙ্গলবার ঘণ্টাখানিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী৷ সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 16 =