প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

কলকাতা: রাজ্যের সরকারি স্কুলে পড়ুয়া সংখ্যা কমছে৷ বিধানসভায় দাঁড়িয়ে তা শিকার করে প্রথমিক শিক্ষা ব্যবস্থায় বড়সড় ঘোষণা করলেন শিক্ষমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সোমবার বিধানসভা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসরকারি স্কুলে ছাত্র ভর্তি প্রবণতা রুখতে রাজ্যে আরও ১ হাজার ইংরেজি মাধ্যম স্কুল গড়ে তুলবে সরকার৷ ইতিমধ্যেই ৬৫টি স্কুল তৈরি কাজ শুরু হয়ে

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

কলকাতা: রাজ্যের সরকারি স্কুলে পড়ুয়া সংখ্যা কমছে৷ বিধানসভায় দাঁড়িয়ে তা শিকার করে প্রথমিক শিক্ষা ব্যবস্থায় বড়সড় ঘোষণা করলেন শিক্ষমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সোমবার বিধানসভা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসরকারি স্কুলে ছাত্র ভর্তি প্রবণতা রুখতে রাজ্যে আরও ১ হাজার ইংরেজি মাধ্যম স্কুল গড়ে তুলবে সরকার৷ ইতিমধ্যেই ৬৫টি স্কুল তৈরি কাজ শুরু হয়ে গিয়েছে৷ ধাপে ধাপে আরও ১ হাজার ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করা হবে৷

রাজ্য সরকারি স্কুলে পড়ুয়া সংখ্যা কমার প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর আশ্বাস, খুব দ্রুত সরকারি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন করা হবে৷ এই কাজে রাজ্য সরকার সবরকম ভাবে তা চেষ্টা করে দেখবে৷ একই সঙ্গে ধাপে ধাপে সরকারি স্কুলগুলি ইংরেজি শিক্ষা চালুর পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী৷ এই মুহূর্তে রাজ্যজুড়ে প্রায় ৫০ হাজার ১০৮টি প্রথমিক বিদ্যালয় রয়েছে৷ প্রতিটি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + thirteen =