বেতন বৈষম্যের প্রতিবাদে শিক্ষা বন্ধুদের বিদ্রোহের ডাক

কলকাতা: বেতন বৈষম্যের প্রতিবাদ-সহ একাধিক দাবি দাওয়া নিয়ে অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষাবন্ধু যৌথ মঞ্চ৷ আগামী ৭ নভেম্বর কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে এই কর্মসূচি আয়োজিত হবে৷ এই কর্মসূচির মূল দাবিগুলি হল- ১.অবিলম্বে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করতে হবে৷ ২.শিক্ষাবন্ধুদের ন্যায্য প্রাপ্য এরিয়ার দ্রুত মিটিয়ে দিতে হবে৷ ৩.চাকরিতে যোগদানের দিন থেকে ইপিএফ দিতে

বেতন বৈষম্যের প্রতিবাদে শিক্ষা বন্ধুদের বিদ্রোহের ডাক

কলকাতা: বেতন বৈষম্যের প্রতিবাদ-সহ একাধিক দাবি দাওয়া নিয়ে অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষাবন্ধু যৌথ মঞ্চ৷ আগামী ৭ নভেম্বর কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে এই কর্মসূচি আয়োজিত হবে৷

এই কর্মসূচির মূল দাবিগুলি হল-
১.অবিলম্বে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করতে হবে৷
২.শিক্ষাবন্ধুদের ন্যায্য প্রাপ্য এরিয়ার দ্রুত মিটিয়ে দিতে হবে৷
৩.চাকরিতে যোগদানের দিন থেকে ইপিএফ দিতে হবে৷
৪.অবসরের বয়সসীমা ৬৫ বছর করতে হবে৷
৫.শিক্ষা বন্ধুদের প্রকৃত সর্বভারতীয় পদ কো-অর্ডিনেটরর মর্যাদা ফিরিয়ে দিতে হবে৷

কর্মসূচির এক আহ্বায়ক নন্দদুলাল দাস ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, শিক্ষাবন্ধু যৌথ মঞ্চের তাদের এই কর্মসূচি ছিল দুদিনের, ৬ ও ৭ নভেম্বর৷ তবে কলকাতায় পুলিশ একদিনের অনুমতি দিয়েছে৷ একে সরকারের দ্বিচারিতা বলে উল্লেখ করেছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =