কলকাতা: নতুন বছরের দ্বিতীয় মাসে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল পূর্ব রেলে৷ ২৭৯২ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে৷
বয়সসীমা: ১৩ মার্চ ২০২০ তারিখের হিসেবে ১৫ থেকে ২৩ বছর বয়স হতে হবে৷ ২৪ বছর পূর্ণ হলে চলবে চলবে না৷ সংরক্ষিত প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷
যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাস হতে হবে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ৷
প্রার্থী নির্বাচন: মাধ্যমিক যোগ্যতা অনুযায়ী নম্বরের ভিত্তিতে ৫০ শতাংশ ও ট্রেডের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ৫০ শতাংশ-সহ মোট ১০০ নম্বর ধরে মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই হবে৷
আবেদনের ফি: আবেদন করতে লাগবে ১০০ টাকা৷ অনলাইনে পেমেন্ট করা যাবে৷ সংরক্ষিত প্রার্থী ও শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷
কোন ট্রেডে নিয়োগ? জানা গিয়েছে ফিটার, ওয়েল্ডার, মেকানিক, মেকানিক, ব্ল্যাকস্মিথ, মেশিনিস্ট, কার্পেন্টার, পেইন্টার, লাইনম্যান, ইলেক্ট্রিশিয়ান, মেকানিক, টার্নার, ওয়েল্ডার, পেইন্টার পদে নিয়োগ করা হবে৷
কোন ওয়ার্কশপে নিয়োগ হবে? ৬৫৯টি শূন্যপদ হাওড়া ডিভিশনে, ৫২৬টি শূন্যপদে শিয়ালদা ডিভিশনে, ১০১টি শূন্যপদে মালদহ ডিভিশনে, ৪১২টি শূন্যপদে আসানসোল ডিভিশনে, ২০৬টি শূন্যপদে কাঁচড়াপাড়া ওয়ার্কশপে, ২০৪টি শূন্যপদে লিলুয়া ওয়ার্কশপে, ৬৮৪টি শূন্যপদে জামালপুর ওয়ার্কশপে নিয়োগ হবে৷
আবেদন: পূর্ব রেলের www.rrcer.com ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে৷ থাকতে হবে বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর৷ অনলাইন আবেদনের সময় ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৪ ফেরব্রুারি থেকে ১৩ মার্চ বিকাল সাড়ে ছ’টা পর্যন্ত৷ নিয়োগ সংক্রান্ত আরও তথ্য উপরে দেওয়া ওয়েবসাইট থেকে জানা যাবে৷
নিচের লিঙ্কে দেখুন বিজ্ঞপ্তি: http://139.99.53.236:8080/rrcer/Notification%20-%20Act%20Apprentice%202019-20.pdf