রেলের টিকিট বিক্রি করে মোটা আয়ের সুযোগ দিচ্ছে পূর্ব রেল, জারি বিজ্ঞপ্তি

রেলের টিকিট বিক্রি করে মোটা আয়ের সুযোগ দিচ্ছে পূর্ব রেল, জারি বিজ্ঞপ্তি

কলকাতা: শিয়ালদা, হাওড়া, মালদহ ডিভিশনের প্রায় ৩ হাজার টিকিট বুকিং সেবক নিয়োগ করতে চলেছে পূর্ব রেল৷ এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি৷ 

পূর্ব রেলে শিয়ালদহ, হাওড়া, মালদহ ডিভিশনের অধীনে কমপক্ষে ২০০টি স্টেশনে অসংরক্ষিত টিকিট বিক্রির জন্য সাধারণ টিকিট বুকিং সেবক হিসাবে ৩ হাজার জন কর্মী নিয়োগ করা হচ্ছে৷  অন্তত মাধ্যমিক পাস হলে এই পদে আবেদন করা যাবে৷ বয়স হতে হবে ১৮ বছর৷ যে স্টেশনের জন্য দরখাস্ত করবেন, প্রার্থী সেই স্টেশনের স্থানীয় বাসিন্দা হতে হবে৷ যে জায়গায় টিকিট কাউন্টার করবেন, সেটি জনসাধারণের ব্যবহারের জন্য সহজলভ্য হতে হবে৷ নিজের খরচে ওই কাউন্টার তৈরি করতে হবে৷ 

প্রার্থীকে সিকিউরিটি বা গ্যারান্টি হিসেবে কিছু টাকা জমা রাখতে হবে৷ টিকিট কাটার জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রার্থীকে খরচ বহন করতে হবে৷  দরখাস্ত দেখে প্রার্থী বাছাই করা হবে৷ দরখাস্ত করতে হবে ২৪ ফেব্রুয়ারির মধ্যে৷ এই পদের বিজ্ঞপ্তি হবে নির্দিষ্ট বয়ানে পূর্ব রেলের ওয়েবসাইট থেকে এই সংক্রান্ত যাবতীয় আবেদনপত্র পাওয়া যাবে৷ দরখাস্ত হাতে হাতে জমা দেবেন ১১ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে৷ 

বিজ্ঞপ্তি দিয়ে রেলের তরফেই জানানো হয়েছে, মোট ৩ হাজার টাকা প্রার্থীকে জমা দিতে হবে৷ তারপর বাছাই করা প্রার্থীদের জন্য রেলের টিকিট কাউন্টার খোলার অনুমোদন দেবে পূর্ব রেল৷ টিকিট বিক্রি অনুযায়ী পাওয়া যাবে কমিশন৷ এক টাকা থেকে ১৫ হাজার টাকা টিকিট বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ কমিশন মিলবে৷ ১৫ হাজার এক টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত টিকিট বিক্রি হলে ১২ শতাংশ কমিশন পাওয়া যাবে৷ ৫০ হাজার ১ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত টিকিট বিক্রির ওপর ৯ শতাংশ হারে কমিশন পাওয়া যাবে৷ এক লক্ষ টাকার বেশি টিকিট বিক্রির ক্ষেত্রে ৪ শতাংশ হারে কমিশন পাওয়া যেতে পারে৷

শিয়ালদা ডিভিশনের জন্য নিচে দেওয়া লিঙ্কে দেখুন বিজ্ঞপ্তি- https://er.indianrailways.gov.in/TenderDetails_cpp.jsp?T_ID=6737&lang=0&id=0,3
হাওড়া ডিভিশনের জন্য নিচে দেওয়া লিঙ্কে দেখুন বিজ্ঞপ্তি- https://er.indianrailways.gov.in/TenderDetails_cpp.jsp?T_ID=6738&lang=0&id=0,3
মালদহ ডিভিশনের জন্য নিচে দেওয়া লিঙ্কে দেখুন বিজ্ঞপ্তি- https://er.indianrailways.gov.in/TenderDetails_cpp.jsp?T_ID=6732&lang=0&id=0,3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + thirteen =