কলকাতা: বিরোধীদের বিক্ষোভ উপেক্ষা করে বাজেট পেশ অমিত মিত্র৷ এদিন বাম-কংগ্রেসের বিক্ষোভ উড়িয়ে দেশের তুলানায় রাজ্যের উন্নয়নের তুলোনা টানেন অমিত মিত্র৷ এদিন বলেন, দেশে কৃষক আত্মহত্যা করলেও বাংলায় তাঁদের আয় বেড়েছে তিনগুন৷
শিক্ষক দেশের তুলনায় বাংলায় শিল্প বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি৷ তৃণমূল সরকারের আমলে সব থেকে বেশি কর্মসংস্থান হয়েছে বলেও জানান তিনি৷ রাজ্যে ৩২ লক্ষ কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী৷
এদিন বাজেট পেশ করে রাজ্যের অর্থমন্ত্রী জানান, বাংলার জিএসডিপি দুগুনেরও বেশি বেড়েছে৷ ২০১৭-১৮ অর্থবর্ষে এই বৃদ্ধির হার ১১.৪৬ শতাংশ হয়েছে৷ যা দেশের সার্বিক উন্নয়নের হারের থেকে অনেক বেশি৷ ওই একই অর্থবর্ষে জিভিএ বেড়েছে ১১.৮ শতাংশ৷ রাজ্যের কর আদায় বেড়েছে দুগুনেরও বেশি৷ স্থায়ী এবং সামাজিক পরিকাঠামো খাতে ব্যয় বেড়েছে চারগুনের বেশি৷ ৯০ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে৷ যেখানে সারা দেশের ৪০ শতাংশ বেকারত্ব কমেছে৷
২০১৮ সালের বাজেটে সরকার দুটি নতুন প্রকল্প ঘোষণা হয়৷ রূপশ্রী ও মানবিক৷ রূপশ্রী প্রকল্পে আর্থিকভাবে দুর্বল পরিবারের কোনও পূর্ণবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সরকারের তরফে এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয়েছে৷ অন্যদিকে মানবিক প্রকল্পে ৪০ শতাংশ বা তারও বেশি শারীরিকভাবে অক্ষমদের মাসিক ১০০০ টাকা করে ভাতা দেওয়া শুরু হয়েছে৷