জলপাইগুড়ি: এবিটিএ-র জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়-সহ আটজনের বিরুদ্ধে পুলিশের কাছে মিথ্যে অভিযোগ দায়ের করেছেন জলপাইগুড়ি সর্ব শিক্ষা প্রকল্পের জলপাইগুড়ি জেলা প্রকল্প আধিকারিক (ডিপিও) সুখদেব নন্দী। বৃহস্পতিবার রাতে তিনি এই অভিযোগ দায়ের করেছেন।
চাকরি সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
৩২ জন পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের অন্যায় ও সম্পূর্ণ বেআইনি ভাবে বদলি করার প্রতিবাদে ঐক্যবদ্ধ ভাবে শিক্ষক শিক্ষিকারা আন্দোলনে পথে নামেন৷ বৃহস্পতিবার ডিপিও আলোচনার জন্য শিক্ষক সংগঠনের নেতৃত্বদের ডেকে আলোচনা করেননি বলে অভিযোগ। এবিটিএ-র জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় বলেন, ডিপিও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যে অভিযোগ দায়ের করেছেন।
শিক্ষা মান উন্নয়নের কারণ দেখিয়ে ৩৩ জন পার্শ্বশিক্ষককে বদলির নির্দেশ দিলেন জলপাইগুড়ি জেলার DPO৷ অভিযোগ, বদলির নির্দেশ পাওয়া পার্শ্বশিক্ষকদের বাড়ি থেকে ১০ থেকে ২০ কিলোমিটার দূরে তাঁদেরকে স্কুল নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে৷ অথচ, যাঁদের প্রয়োজন তাঁরা বারংবার আবেদন করেও বদলি পাচ্ছেন না বলে অভিযোগ পার্শ্বশিক্ষকদের একাংশের৷ ‘অনৈতিক’ এই বদলির প্রতিবাদে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে৷ বদলির এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে ডিপিও অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ৷