কলকাতা: হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন শিক্ষামন্ত্রী৷ সাফ জানিয়ে দিয়েছিলেন, স্কুলে না গিয়ে রাস্তায় বসে থাকা শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে৷ শিক্ষামন্ত্রীর এই হুঁশিয়ারির পর তা কার্যকর করার বিষয়ে মাঠে নামেছিল বিকাশ ভবন! এবার সরাসরি স্কুল কামাই করে আন্দোলনে থাকা পার্শ্ব শিক্ষকদের শো কজ করল শিক্ষা দপ্তর৷ শো কজ নোটিস জারি হলেও নিজেদের অবস্থানে অনড় আন্দোলনরত পার্শ্ব শিক্ষকরা৷ শিক্ষা দপ্তরের কড়া পদক্ষেপের বিষয়ে টানা ২৩ দিনের ধরে ধর্না ও ১৯ দিনের লাগাতার অনশনে থাকা শিক্ষকদের মধ্যে ইতিধ্যেই তীব্র ক্ষোভ ছড়িয়ে৷
জানা গিয়েছে, গত ১১ নভেম্বরের পর থেকে কোন স্কুলে কোন পার্শ্বশিক্ষক অনুমতি না নিয়ে স্কুলের কাজে অংশ নেননি, সেই বিষয়ে আগেই রিপোর্ট চাওয় হয়ষ জেলায় জেলায় সেই নির্দেশ পাঠিয়ে তথ্য চাওয়া হয়৷ উপযুক্ত কারণ বা অনুমতি ছাড়া কোন পার্শ্ব শিক্ষক কবে থেকে স্কুলে গরহাজির, তাদের তালিকা তৈরি হয়৷ পর এবার সেই গরহাজির শিক্ষকদের স্কুলে হাজির না থাকার কারণ জানতে চেয়ে সরাসরি শো কজ নোটিস পাঠানো হচ্ছে৷ এই মর্মে প্রতিটি জেলায় নির্দেশ পাঠাচ্ছে শিক্ষা দপ্তর৷ নিজেদের দাবি-দাওয়া আদায়ে ইতিমধ্যেই ক্লাস বয়কটের ডাক দিয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ৷ ক্লাস বয়কট করেছেন বহু পার্শ্ব শিক্ষক৷
গরহাজিরার তালিকা ও শো কজ নোটিস ঘিরে ইতিমধ্যেই ক্ষোভ তৈরি হয়েছে আন্দোলনকারীরাদের মধ্যে৷ অনশনরত পার্শ্ব শিক্ষকদের অভিযোগ, শিক্ষকদের আন্দোলন পণ্ড করতে এই ধরনের কড়া সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ কিন্তু, সরকার চাপ বাড়ানোর চেষ্টা করলেও তাঁরা তাঁদের দাবি থেকে পিছু হটবে না বলেও জানিয়েন তাঁরা৷