ডিও-বিএলও কাজে অনিচ্ছুক শিক্ষকদের আবেদন বাড়িতে ফেরালো ব্লক প্রশাসন

রামনগর: স্কুলের পঠন-পাঠন থামিয়ে নির্বাচন কমিশনের কাজ করতে নারাজ শিক্ষকদের চিঠি এবার গ্রহণ করল না ব্লক প্রশাসন৷ প্রায় ৫০ জন শিক্ষকের আবেদন ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ শিক্ষকদের৷ শিক্ষকদের অভিযোগ, নির্বাচনের ডিও বিএলও কাজ করতে অনিচ্ছুক শিক্ষকদের একাংশ সম্প্রতি রামনগর ১ ব্লক প্রশাসনের সঙ্গে দেখা করেন৷ সেখানে শিক্ষকরা সাফ জানিয়ে দেন, তাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশ

ডিও-বিএলও কাজে অনিচ্ছুক শিক্ষকদের আবেদন বাড়িতে ফেরালো ব্লক প্রশাসন

রামনগর: স্কুলের পঠন-পাঠন থামিয়ে নির্বাচন কমিশনের কাজ করতে নারাজ শিক্ষকদের চিঠি এবার গ্রহণ করল না ব্লক প্রশাসন৷ প্রায় ৫০ জন শিক্ষকের আবেদন ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ শিক্ষকদের৷

শিক্ষকদের অভিযোগ, নির্বাচনের ডিও বিএলও কাজ করতে অনিচ্ছুক শিক্ষকদের একাংশ সম্প্রতি রামনগর ১ ব্লক প্রশাসনের সঙ্গে দেখা করেন৷ সেখানে শিক্ষকরা সাফ জানিয়ে দেন, তাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিও বিএলও কাজ করতে অনিচ্ছুক৷ এই মর্মে প্রায় ৫০ জন শিক্ষক পূর্ব মেদিনীপুরের রামনগর বিডিওর কাছে আবেদন করেন৷ কিন্তু সেই আবেদন গ্রহণ না হওয়ায় ডাক মারফত কাজ না করার আবেদন জানিয়ে রেজিস্ট্রি পোস্ট করেন শিক্ষকদের একাংশ৷ অভিযোগ, সেই চিঠি বিডিও অফিসের তরফে প্রত্যাখ্যান করে ফের শিক্ষকদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে৷ আর তার জেরে তৈরি হয়েছে বিতর্ক৷

শিক্ষকদের অভিযোগ, আদালতের নির্দেশ অনুযায়ী কোনও শিক্ষককে শিক্ষা বহির্ভূত কাজ করতে দেওয়া যাবে না৷ পাশাপাশি ডিও বিএলও ডিউটির জন্য অনিচ্ছুক শিক্ষকদের কাজে লাগানো যাবে না৷ আদালতের সেই নির্দেশকে তুলে ধরে সম্প্রতি শিক্ষকদের একাংশ রামনগর ১ নম্বর ব্লকের বিডিও আশিস রায়ের দ্বারস্থ হন৷ অভিযোগ সেখানে বিডিও শিক্ষকদের আর্জি প্রত্যাহার করেন৷ এর পাল্টা হিসেবে ব্লক অফিসে ৫০ জন শিক্ষক শিক্ষা বহির্ভূত ডিও বিএলও কাজের জন্য অনিচ্ছা প্রকাশ করে চিঠি দেন ব্লক প্রশাসনকে৷ কিন্তু সেই চিঠি শিক্ষকদের ঠিকানায় ফেরত পাঠানোয় শিক্ষকদের মধ্যে শুরু হয়েছে তুমুল ক্ষোভ৷

এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানিয়েছেন, ব্লক প্রশাসন আমাদের চিঠি প্রত্যাখ্যান করে দিয়েছেন৷ শিক্ষকদের সঙ্গে যদি ব্যবহার করা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন? মূলত এরই প্রতিবাদে এবার পথে নামার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষকদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 15 =