জানেন কি, কমিশনের মুখে উপর চাকরি ফেরালেন কতজন সফল চাকরিপ্রার্থী? কেন এই প্রবণতা?

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের মুখে উপর চাকরি ফিরিয়ে দিয়ে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের সুযোগ বাড়িয়ে দিলেন বেশ কয়েকজন ফসল প্রার্থী৷ চাকরিপ্রার্থীদের একাংশের অভিযোগ, নিয়োগের জটিলতা ও কাউন্সেলিংয় পদ্ধতিতে বিশ্বাস না রেখেই কমিশমের মুখের উপর চাকরি ফিরিয়ে দিয়েছেন অনেকেই৷ ঠিক কতজন সফল চাকরিপ্রার্থী চাকরি ফিরিয়ে দিয়েছে জানেন? কমিশন সূত্রে খবর, মাধ্যমে সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুলে

জানেন কি, কমিশনের মুখে উপর চাকরি ফেরালেন কতজন সফল চাকরিপ্রার্থী? কেন এই প্রবণতা?

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের মুখে উপর চাকরি ফিরিয়ে দিয়ে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের সুযোগ বাড়িয়ে দিলেন বেশ কয়েকজন ফসল প্রার্থী৷ চাকরিপ্রার্থীদের একাংশের অভিযোগ, নিয়োগের জটিলতা ও কাউন্সেলিংয় পদ্ধতিতে বিশ্বাস না রেখেই কমিশমের মুখের উপর চাকরি ফিরিয়ে দিয়েছেন অনেকেই৷ ঠিক কতজন সফল চাকরিপ্রার্থী চাকরি ফিরিয়ে দিয়েছে জানেন?

কমিশন সূত্রে খবর, মাধ্যমে সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুলে নবম ও দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ে সুপারিশপত্র নেননি ১,০৮৬ জন ফসল চাকরিপ্রার্থী৷ লিখিত ভাবে চাকরি নিতে অস্বীকার করেছেন ১৪১ জন৷ বিকাশ ভবন সূত্রে খবর, যাঁরা কাউন্সেলিংয়ে আসেননি, অথবা চাকরি ফিরিয়ে দিয়েছেন, তাঁদের অধিকাংশই উচ্চমাধ্যমিকস্তরে চাকরি পেয়ে গিয়েছেন৷ আর নিয়োগপত্র নিতে অস্বীকার করা প্রার্থীরাও কর্মরত হওয়ায় পছন্দের স্কুল না পেয়ে প্রত্যাখ্যান করেছেন৷চাকরিপ্রার্থীদের একাংশের দাবি, যদি, একসঙ্গে এই কাউন্সেলিং প্রক্রিয়া হত, তাহলে বেশ সংখ্যক সফল চাকরিপ্রার্থী নিজেদের যোগ্যতা অনুযায়ী স্কুল বেছে নিতে পারতেন৷ নবম-দশমে সফল হওয়া বহু প্রার্থীই উচ্চমাধ্যমিকস্তরেও নিজেদের যোগ্যতা প্রমাণ করছেন৷ ফলে, উভয় ক্ষেত্রে সফল হওয়া প্রার্থীদের কাউন্সেলিং আগেই করিয়ে নেওয়া গেলে শূন্যপদ দখল করে রাখার প্রবনা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হত৷ ফলে, বেশি মাত্রায় সুযোগ পেতেন তালিকায় পেছনে থাকা চাকরিপ্রার্থীরাও৷

কমিশন সূত্রে খবর,  মাধ্যমিকস্তরে নিয়োগের প্রথম দফায় ঘোষিত তালিকায় পাঁচ হাজারের বেশি প্রার্থী গরবাজির ছিলেন৷ যদিও ওয়েটিং লিস্টে ৮,২৫৬ জনের নাম রয়েছে৷ উচ্চমাধ্যমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ ছিল ৫,২০০৷ তার মধ্যে প্রথম দফায় ৪,১৯৬ জন সফল প্রার্থীর তালিকা প্রকাশিত হয়েছিল৷ তবে তা থেকেও ২৬০ জন কাউন্সেলিংয়ের পর চাকরিতে যোগ দেননি৷ ফসে, পড়ে থাকা এই শূন্যপদগুলিতে অবিলম্বে কাউন্সেলিংয়ের দাবি তুলেছেন চাকরিপ্রার্থীদের একাংশের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =