পে কমিশন নিয়ে প্রতিদিন ঘ্যাঁচ ঘ্যাঁচানি করবেন না: মুখ্যমন্ত্রী

পে কমিশন নিয়ে প্রতিদিন ঘ্যাঁচ ঘ্যাঁচানি করবেন না: মুখ্যমন্ত্রী

কলকাতা: সদ্য বেড়েছে বেতন৷ তবে বকেয়া নিয়ে ক্ষোভ রয়েছে সরকারি কর্মচারী মহলে৷ যদিও রোপা বিধি প্রকাশ করে রাজ্যের তরফের সাফ জানিয়ে দিয়েছে, কোন বকেয়া মিলবে না৷ অন্যদিকে বকেয়া মহার্ঘ ভাতার বিষয়টি ঝুলছে আদালতে৷ নতুন বছরের প্রথম মাস থেকে ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ার পর বর্ধিত বেতনের পে স্লিপ থেকে উঠাও মহার্ঘ ভাতা শব্দ৷ নয়া বেতন কমিশন চালু হওয়ার পর আজ প্রথম রাজ্য বাজেট নিয়ে রাজ্য সরকারি কর্মচারী মহলে ছিল জল্পনা৷ বয়েকা ডিএ নিয়ে কি কিছু বলবে রাজ্য? রাজ্য সককারি কর্মচারীদের সেই জল্পনায় জল ঢেলে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বাজেট পেশ হওয়ার পর অর্থমন্ত্রীকে নিয়ে বিধানসভায় সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি৷ সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্বে সরকারি কর্মচারীদের বিষয়টি তোলার চেষ্টা করেন এক সাংবাদিক৷ ‘সরকারি সংগঠনগুলি ভেবেছিল এবারের বাজেটে হয়তো…’ সাংবাদিকের প্রশ্ন শেষ হতে না হতেই মুখ্যমন্ত্রী বেশ কিছুটা উষ্মা প্রকাশ করেন৷

বেশ কিছুটা উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘না ওঁরা  আলাদা করে কিছু বলেনি৷ ইতিমধ্যেই সবকিছু দেওয়া হয়ে গিয়েছে৷ আপনি (সাংবাদিকের উদ্দেশ্যে) জানেন না, ১০ হাজার কোটি টাকার ওপর দেওয়া হয়েছে৷ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে৷ সব কিছুই ওর মধ্যে মার্জার করে দেওয়া হয়েছে৷ কেন তোমরা এই নিয়ে প্রত্যেকদিন কথা বল? আপনার কাছে যদি থাকে, তাহলে আপনি দিন না৷ আপনার কোম্পানি আপনাকে দেয়? আপনাদের কোম্পানিতে সমস্ত চাকরি খেয়ে নিচ্ছে৷ দু’মাসের মাইনের নিয়ে ছাড়িয়ে দিচ্ছে৷ আর কত করবেন বলুন তো? এই সমস্ত কথা বলে, নেতিবাচক করবেন? একটু ইতিবাচক হন৷ আমি অনেক রাজ্যে দেখেছি, রাজ্যের সংবাদমাধ্যমগুলির একটু ইতিবাচক হয়৷ সবসময় নেতিবাচক হবেন না৷ আর এটা আমরা ইতিমধ্যেই করে দিয়েছি৷ আপনার দরকার হলে রিকমেন্ডেশন পড়ে নিন, পে কমিশনের৷ আমি একবার নয়, বারবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলে এসেছি৷ এটা অবশ্য রেকর্ড আছে৷ এক কথা নিয়ে রোজ ঘ্যাঁচ ঘ্যাঁচানি করবেন না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − one =