মোদি-মমতার আমলে বেহাল কর্মসংস্থানের পর্দাফাঁস, দেখুন রিপোর্ট

কলকাতা: ফের দেশ ও রাজ্যের বেকারত্বের ভয়াবহ রিপোর্ট প্রকাশ করল সেন্টার ফর ইন্ডিয়ান ইকোনমি৷ শুক্রবার প্রকাশিত রিপোর্টে রাজ্যভিত্তিক দেশের বেকারত্বের পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করা হয়েছে৷ সেখানে গত তিন বছরে বেকারত্ব বেশ খানিকটা বেড়েছে বলে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে৷ সিএমআইই’র প্রকাশিত প্রতিবেদন বলছে, ২০১৬ আগস্টের পর থেকে বাংলার বেকারত্বের হার কিছুটা কমেছে৷ একই সঙ্গে দেশের বেকারত্বে

1315c4a4f279624ade3cbd59b21bd1bf

মোদি-মমতার আমলে বেহাল কর্মসংস্থানের পর্দাফাঁস, দেখুন রিপোর্ট

কলকাতা: ফের দেশ ও রাজ্যের বেকারত্বের ভয়াবহ রিপোর্ট প্রকাশ করল সেন্টার ফর ইন্ডিয়ান ইকোনমি৷ শুক্রবার প্রকাশিত রিপোর্টে রাজ্যভিত্তিক দেশের বেকারত্বের পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করা হয়েছে৷ সেখানে গত তিন বছরে বেকারত্ব বেশ খানিকটা বেড়েছে বলে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে৷

সিএমআইই’র প্রকাশিত প্রতিবেদন বলছে, ২০১৬ আগস্টের পর থেকে বাংলার বেকারত্বের হার কিছুটা কমেছে৷ একই সঙ্গে দেশের বেকারত্বে সর্বোচ্চ সীমা ছাড়িয়ে গিয়েছে৷ সাম্প্রতিককালে এই রিপোর্ট কর্মহীনতার সর্বোচ্চ সীমা বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷ একই সঙ্গে বাংলার বেকারত্বের হার রিপোর্টে প্রকাশ করা হয়েছে৷ রিপোর্ট বলছে, চলতি বছরে দেশে বেকারত্বের হার ৮.৫ শতাংশ৷ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা ৬.৮ শতাংশ৷ গতবছর দেশের বেকারত্বের হার ছিল ৬.৬ শতাংশ৷ এক বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ৮.৫ শতাংশে৷

মোদি-মমতার আমলে বেহাল কর্মসংস্থানের পর্দাফাঁস, দেখুন রিপোর্ট

বাংলার বেকারত্বের রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গে গত ২০১৬ সালের জানুয়ারি মাসে বেকারত্বের হার ছিল সর্বোচ্চ৷ ৯ শতাংশ৷ ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বেকারত্বের হার কমে দাঁড়ায় ৬.২ শতাংশে৷ এরপর মার্চ মাসে বৃদ্ধি পেয়ে হয় ৮.২, এপ্রিলে বেড়ে দাঁড়ায় ৭.৫, মার্চে বেকারত্বের হার ৬.৬ শতাংশ, জুনে ৬.৮, জুলাইয়ে ৮ শতাংশ, আগস্টে ৭, সেপ্টেম্বরে ৭ শতাংশ, অক্টোবরে ৪ শতাংশ, নভেম্বরে ৭ শতাংশ, ডিসেম্বরে ছিল ৬ শতাংশ৷

এর পর ২০১৭ জানুয়ারি মাস থেকে বাংলায় বেকারত্বের হার ৬.৬ শতাংশ দিয়ে শুরু হয় বছর৷ ২০১৭ সালের ডিসেম্বরে বেকারত্ব কমে দাঁড়ায় ৫.৪ শতাংশে৷ ২০১৮ সালে জানুয়ারি মাসে বাংলার বেকারত্বের হার ছিল ৮.৬ শতাংশ৷ ২০১৮ সালের বছর শেষ হয়েছিল ৫.৯ শতাংশ বেকারত্বের হার নিয়ে৷ এরপর ২০১৯ সালের জানুয়ারি মাসে বেকারত্ব বেড়ে দাঁড়িয়েছিল ৭ শতাংশ৷ চলতি বছর ফেব্রুয়ারি মাসে বেকারত্বের হার ছিল ৬.৫ শতাংশ৷ মার্চ মাসে বেকারত্বের হার ছিল ৬.১ শতাংশ, এপ্রিল মাসে ৬.৫ শতাংশ৷ মে মাসে ৬.৪ শতাংশ, জুন মাসে ৬.৩ শতাংশ, জুলাই মাসে ৬.৩ শতাংশ, আগস্ট মাসে ৬.১ শতাংশ, সেপ্টেম্বরে ৬ শতাংশ ও অক্টোবর মাসে ৬.৮ শতাংশে এসে দাঁড়িয়েছে৷

বাংলার পাশাপাশি দেশেও লাফিয়ে বেড়েছে বেকারত্ব৷ ২০১৬ সালের জানুয়ারি মাসে দেশের বেকারত্বের হার ছিল ৮.৭ শতাংশ৷২০১৯ সালের অক্টোবর মাসে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৮.৫ শতাংশে৷ এই মুহূর্তে গোটা দেশের মধ্যে সবথেকে বেশি বেকারত্ব রয়েছে বিজেপি শাসিত ত্রিপুরা৷ এই রাজ্যে এই মুহূর্তে বেকারত্বের হার ২০১৯-এর অক্টোবরে দাঁড়িয়েছে ২৭.২ শতাংশ৷ বিজেপি শাসিত হরিয়ানা দ্বিতীয় স্থানে রয়েছে৷ চলতি বছরের অক্টোবর মাসে রয়েছে ২৩.৪ শতাংশেদাঁড়িয়েছে৷ বেকারত্ব নিরিখে তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান৷ সেখানে বেকারত্বের হার দাঁড়িয়েছে ১৪.৪ শতাংশ৷ (বিস্তারিত রিপোর্ট দেখুন এই লিঙ্কে- unemploymentinindia.cmie.com/kommon/bin/sr.php?kall=wsttimeseries&index_code=050050000000&dtype=total)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *