‘মমতাকে নির্বাসনে পাঠাব’, বেতন বঞ্চনার প্রসঙ্গে হুঁশিয়ারি দিলীপের

মেদিনীপর: ভোটের বাজারে ফের প্রাথমিক শিক্ষকদের বঞ্চনার খত খুঁচিয়ে তুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ কাশ্মীর সমস্যা সমাধানের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ৷ সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘যে নিজের রাজ্যে প্রাইমারি শিক্ষকদের বেতন দিতে পারে না, সিঙ্গুরের সমস্যা সমাধান করতে পারে না, সে কাশ্মীর সমস্যার সমাধান করবে? এটা দিদির কাছে দিবাস্বপ্ন৷’’

‘মমতাকে নির্বাসনে পাঠাব’, বেতন বঞ্চনার প্রসঙ্গে হুঁশিয়ারি দিলীপের

মেদিনীপর: ভোটের বাজারে ফের প্রাথমিক শিক্ষকদের বঞ্চনার খত খুঁচিয়ে তুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ কাশ্মীর সমস্যা সমাধানের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ৷ সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘যে নিজের রাজ্যে প্রাইমারি শিক্ষকদের বেতন দিতে পারে না, সিঙ্গুরের সমস্যা সমাধান করতে পারে না, সে কাশ্মীর সমস্যার সমাধান করবে? এটা দিদির কাছে দিবাস্বপ্ন৷’’

একই সঙ্গে এদিন তিনি বাংলার কর্মসংস্থান ও তৃণমূলের ইস্তাহার প্রসঙ্গ তুলে ‘দিদির ইস্তাহার আবোল তাবোল’ বলেও কটাক্ষ করেন রাজ্য সভাপতি৷ ভোটের আগে বিজেপি কর্মীদের নিয়ে মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সে বিধানসভা ভিত্তিক বৈঠক থেকে দিলীপ ঘোষ বলেন, ‘‘আপনারা আপনাদের পাড়ার দেওয়ালে বড় বড় পদ্মফুল আঁকুন৷ যাতে পাড়ায় ঢোকার মুখে সেই পদ্মফুল দেখে লোকজন বুঝতে পারে এখানে বিজেপি আছে৷’’

এবাররের লোকসভা নির্বাচনে ‘দিদি’র ৪২-এর টার্গেট ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন দিলীপ৷ বলেন, ‘‘এবারের লোকসভায় আমরা পশ্চিমবঙ্গ থেকে ২৩টি আসন পাব৷ আমরা ভয় ধরিয়ে দেব তৃণমূলের মনে৷ আগামী বিধানসভা নির্বাচনে নবান্নে দখল নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটে নির্বাসনে পাঠাব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =