‘দিদিকে বলো’ অস্ত্রেই এবার ক্ষোভ উগরে দিলেন বঞ্চিত শিক্ষকরা

কলকাতা: জনতার অভাব-অভিযোগ জানতে ‘দিদিকে বলো’ ডিজিটাল প্ল্যাটফর্ম খুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে জনতার অভাব-অভিযোগ জানাতে একটি টোলফ্রি নম্বর ও একটি ওয়েবসাইট প্রাকশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ নেত্রীর চালু করা ওয়েব পোর্টালের পথ চলা শুরু হতে না হতেই মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হুড়মুড়িয়ে জমা পড়ল গুচ্ছ অভিযোগ৷ ‘দিদিকে

‘দিদিকে বলো’ অস্ত্রেই এবার ক্ষোভ উগরে দিলেন বঞ্চিত শিক্ষকরা

কলকাতা: জনতার অভাব-অভিযোগ জানতে ‘দিদিকে বলো’ ডিজিটাল প্ল্যাটফর্ম খুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে জনতার অভাব-অভিযোগ জানাতে একটি টোলফ্রি নম্বর ও একটি ওয়েবসাইট প্রাকশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ নেত্রীর চালু করা ওয়েব পোর্টালের পথ চলা শুরু হতে না হতেই মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হুড়মুড়িয়ে জমা পড়ল গুচ্ছ অভিযোগ৷ ‘দিদিকে বলো’ ওয়েবসাইটে গিয়ে অন্তত ছ’হাজার অভিযোগ জানিয়ে এলেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কম্পিউটার শিক্ষকদের অভিযোগ, ‘‘আমরা ৬ হাজার ৫০০ আইসিটি কম্পিউটার শিক্ষক অক্লান্তভাবে ২০১৩ সাল থেকে সরকারি ও সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের অতি যত্ন সহকারে কম্পিউটার শিক্ষা প্রদান করে আসছি৷ কম্পিউটার শেখানোর পাশাপাশি স্কুলের কন্যাশ্রী, শিক্ষাশ্রী, বাংলা শিক্ষা আমরাই করে থাকি৷ কিন্তু মাননীয়া আপনাকে খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এর বিনিময়ে আমরা বেতন পায় মাত্র ৪৬৭৯ টাকা৷ দিদি যখন আমরা কাজে যোগদান করি তখন আমাদের অনেকেরই সংসার হয়নি। কিন্তু আজ আমরা মোটামুটি সকলেই সাংসারিক ও সংসারের যাঁতাকলে প্রতিনিয়ত নিস্পেষিত হচ্ছি। মাননীয়া আপনিই আমাদের বলেদিন ঐ ৪৬৭৯ টাকাতে কি এই দুর্মুল্যের বাজারে সংসার নির্বাহ করা সম্ভব? কোম্পানির শোষণে জর্জরিত বাধ্য হয়ে আমরা গত মে মাস থেকে কোম্পানির দেওয়া উৎছিষ্ট ভিক্ষার বেতন নেওয়া আমরা বয়কট করেছি। আজ ৩ মাস হয়ে গেল আমরা বেতন নিচ্ছি না। একটু আমাদের কথা দয়াকরে সহানুভূতির সাথে ভেবে দেখুন দিদি। আমরাও তো মানুষ। তাই না? আশা রাখি আপনি আমাদের কথা রাখবেন। কোম্পানির অমানবিক শোষণ থেকে আমাদের বাঁচান। মমতাময়ীর মমতা থেকে দয়াকরে আমাদের বঞ্চিত করবেন না। মানবিক সরকারের কাছে আমরা এই আশাটুকু রেখেছি। আমাদের ন্যায্য বেতন প্রদান করুন, আর আমাদের কাজের সারকারিকরণ এবং স্থায়িকরণ করুন।’

যারা অভিযোগ জানাচ্ছেন, তাঁদের +912240524553 নম্বর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় অভিযোগের সমাধানের আশ্বাস দিয়ে আসছে ফোন৷ সেই ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় অশ্বাস পেয়ে খুশির কম্পিউটার শিক্ষকরা৷

সোমবার নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘আপনার মতামত বা সমস্যা থাকলে আমাকে ফোন করুন  ৯১৩৭০৯১৩৭০ নম্বরে৷  www.didikebolo.com-এ লগইন করেও আপনার মতামত কিংবা অভিযোগ জানাতে পারেন৷ যতটুকু পারব, সমাধান করা চেষ্টা করব৷’’ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগের হাতিয়ারকে কাজে লাগিয়ে অভিযোগের পাহাড় জমা করালেন বাংলার কয়েক হাজার শিক্ষক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + one =