‘SSC-র অনশন মঞ্চের কাছে এসেও একবার ফিরেও দেখলেন না দিদি!’

কলকাতা: না, তিনি এলেন না! ফিরেও দেখলেন না তাঁদের৷ কয়েক গজ দূরে তৈরি হওয়া অস্থায়ী মঞ্চে উঠে দিলেন মিনিট দশেক ভাষণ৷ কর্মসংস্থান থেকে নারী শক্তি উত্থান প্রসঙ্গও তুললেন৷ নারী দিবস পালনের মঞ্চে থেকেই মোদিকে হারানোর ডাকাও দিয়ে গেলেন৷ সংক্ষিপ্ত বক্তব্য ব্রাত্যই থেকে গেলে SSC চাকরি-প্রার্থীদের অনশন প্রসঙ্গ! শুক্রবার নারী দিবসের দিনে লোকসভা ভোটের প্রচার শুরু

‘SSC-র অনশন মঞ্চের কাছে এসেও একবার ফিরেও দেখলেন না দিদি!’

কলকাতা: না, তিনি এলেন না! ফিরেও দেখলেন না তাঁদের৷ কয়েক গজ দূরে তৈরি হওয়া অস্থায়ী মঞ্চে উঠে দিলেন মিনিট দশেক ভাষণ৷ কর্মসংস্থান থেকে নারী শক্তি উত্থান প্রসঙ্গও তুললেন৷ নারী দিবস পালনের মঞ্চে থেকেই মোদিকে হারানোর ডাকাও দিয়ে গেলেন৷ সংক্ষিপ্ত বক্তব্য ব্রাত্যই থেকে গেলে SSC চাকরি-প্রার্থীদের অনশন প্রসঙ্গ!

শুক্রবার নারী দিবসের দিনে লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মধ্য কলকাতার শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হাঁটেন মুখ্যমন্ত্রী৷ মিছিল শেষে ধর্মতলা চত্বরে সংক্ষিপ্ত সভা করেন মমতা৷ কিন্তু, মেয়ো রেডে টানা ৮ দিন ধরে চাকরির দাবিতে অনশন চালিয়ে যাওয়া চাকরি-প্রার্থীদের এড়িয়েই গেলেন মুখ্যমন্ত্রী৷ চাকরি-প্রার্থীদের একাংশ আশা করেছিলেন, মুখ্যমন্ত্রী একবারের জন্য হলেও আসবেন তাঁদের অনশন মঞ্চে৷ বলবে কথা৷ চাকরি-প্রার্থীদের বুঝে অনশন প্রত্যাহারও করিয়ে দেবেন৷ কিন্তু, বাস্তবে তা কিছু হল না৷ অনশন মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণটুকুই শুনলেন চাকরির দাবিতে অনশন চালিয়ে যাওয়া চাকরিপ্রার্থীরা৷

এই প্রসঙ্গে নাম না প্রকাশের সর্তে এক চাকরি প্রার্থী বলেন, ‘‘দিদি মানবিক৷ তিনি জনদরদি৷ লোকসভা ভোটে প্রথম প্রচারে নেমে নারীশক্তি থেকে কর্মসংস্থান, সবটাই বললেন দিদি৷ কিন্তু, আমাদের জন্য একটিও শব্দও বললেন না মুখ্যমন্ত্রী৷ দিদি মিছিল করে ধর্মতলা পর্যন্ত এলেন৷ কিন্তু, ধর্মতলা থেকে মেয়ো রোর্ড পর্যন্ত আর দু’পা বাড়াতে পারলেন না? আরমা ভেবেছিলান দিদি আসবেন৷ কিন্তু, এলেন না৷ ভেবে ছিলাম, দিদি এসে সমস্যা সমাধান করবেন৷ কিন্তু, ৪০০ অনশনকারী চাকরিপ্রার্থীর ভবিষ্যতের কথা একবারও ভাবলেন না তিনি৷ এই ঘটনায় আমরা আরও হতাশ হয়ে পড়ালাম৷’’

দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট৷ সোমবার ভোটের দিনক্ষণ প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন৷ ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগেই বিশ্ব নারী দিবসের দিনে লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার বিশাল মিছিলে পা মেলান তিনি৷ সপ্তাহ শেষে বেলা ১২টা নাগাদ মধ্য কলকাতার শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হাঁটেন মমতা৷ মিছিল শেষে ধর্মতলা চত্বরে সংক্ষিপ্ত সভা করেন মমতা৷ সভা মঞ্চে থেকে জানিয়ে দেন, কর্মসংস্থানে দেশের সেরা বাংলা৷ বাংলাকে পয়লা নম্বরে তুলে ধরার পাশাপাশি বিজেপিকেও আক্রমণ করেন তিনি৷

বলেন, ‘‘দেশের যখন বেকারি বেড়েছে, রাজ্যে তখন ৪০ শতাংশ বেকারি কমেছে৷ কর্মসংস্থানের নিরিখে বাংলা এখন দেশে এক নম্বরে৷ আগামী দিনে বাংলা আরও এগিয়ে যাবে৷’’ এদিন বিশ্ব নারী দিবসকে সামনে রেখে মুখ্যমন্ত্রী নারীশক্তির উত্থানে কী কী করছেন তার ব্যাখ্যা দেন৷ বলেন, ‘আমরা দলে ৩৭ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ দিয়েছি৷’’ মহিলাদের উন্নয়নে রাজ্য সরকার কী কী করছে তাও তুলে ধরেন তিনি৷ রাজ্যের উন্নয়ন তুলে ধরার পাশাপাশি বিজেপিকেও কটাক্ষ করেন মমতা৷ বলেন, ‘‘ভোটের আগে কর্মীদের বাইক দিচ্ছে বিজেপি৷ কিন্তু, কোথা থেকে আসছে এত টাকা? এই টাকা নোটবন্দির, এই টাকা রাফালের৷ এই টাকা জিএসটির৷’’ সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার পর মঞ্চে ছেড়ে উত্তরবঙ্গে রওয়ানা হন মমতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − two =