মন্ত্রীর বাড়িতে টেট উত্তীর্ণদের ধর্না, অনশন হুঁশিয়ারি

রায়গঞ্জ: টেট উত্তীর্ণ হওয়ার পরেও মেলেনি চাকরি৷ করা হয়নি কাউন্সিলিং৷ চার বছর ধরে বেকারত্বের যন্ত্রণায় যুঝতে থাকা চাকরিপ্রার্থীরা এবার পৌঁছে গেলেন খোদ মন্ত্রীর বাড়িতে৷ মন্ত্রীর ভাড়াবাড়ির উঠানে বসে চাকরির দাবিতে বিক্ষোভ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের একাংশের৷ চাকরিপ্রার্থীদের অভিযোগ, গত ৪ বছর আগে ১০৫ জন উর্দুতে টেট উত্তীর্ণ হন৷ কিন্তু, ৪ বছর কেটে গেলেও নিয়োগপত্র পাননি আর৷

মন্ত্রীর বাড়িতে টেট উত্তীর্ণদের ধর্না, অনশন হুঁশিয়ারি

রায়গঞ্জ: টেট উত্তীর্ণ হওয়ার পরেও মেলেনি চাকরি৷ করা হয়নি কাউন্সিলিং৷ চার বছর ধরে বেকারত্বের যন্ত্রণায় যুঝতে থাকা চাকরিপ্রার্থীরা এবার পৌঁছে গেলেন খোদ মন্ত্রীর বাড়িতে৷ মন্ত্রীর ভাড়াবাড়ির উঠানে বসে চাকরির দাবিতে বিক্ষোভ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের একাংশের৷

চাকরিপ্রার্থীদের অভিযোগ, গত ৪ বছর আগে ১০৫ জন উর্দুতে টেট উত্তীর্ণ হন৷ কিন্তু, ৪ বছর কেটে গেলেও নিয়োগপত্র পাননি আর৷ তার প্রতিবাদে ইসলামপুরে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানির বাড়ির সামনে ধর্নায় বসলেন চাকরিপ্রার্থীদের একাংশ৷

অবিলম্বে কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ প্রক্রিয়াল শুরু করার দাবি জানিয়েছেন তাঁরা৷ নিয়োগ না হওয়া পর্যন্ত ধর্না চলবে বলেও দেওয়া হয় হুঁশিয়ারি৷ এমনকী, তা পরবর্তীতে অনশনকর্মী করা হতে পারে বলেও ঘোষণা টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের৷ মন্ত্রীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *