নদীয়া : নদীয়া জেলায় পঞ্চায়েত দপ্তরের অধীনে ১৩২ জন চাকরিপ্রার্থী টানা ৬ দিন ধরে ধর্না দিচ্ছেন৷ কিন্তু, হেলদোল নেই তৃণমূল পরিচালিত জেলা পরিষদ কর্তৃপক্ষের৷ নদীয়া জেলা গ্রাম পঞ্চায়েত কর্মী চাকরী প্রার্থীবৃন্দ নামের মঞ্চে চলছে ধর্না৷ চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা পরীক্ষা দিয়ে পাশ করেছেন৷ কিন্তু, তাঁদের ইন্টারভিউয়ে ডাকা হলেও দেওয়া হচ্ছে না নিয়োগ পত্র৷
প্রায় এক বছরের বেশি সময় ধরে তাঁরা নদীয়া জেলা প্রশাসনের বিভিন্ন মহলে ঘুরেও নিয়োগপত্র পাননি বলে দাবি আন্দোলনকারীদের৷ এমনকী এদের মধ্যে বেশ কয়েকজন তৃণমূল কর্মী বলে পরিচয় দিলেও মেলেনি নিয়োগ৷ তাঁদের দাবি, তাঁরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সমর্থক তবুও নিয়োগপত্র হাতে পাচ্ছেন না৷ আন্দোলনকারীদের দাবি, নদীয়া জেলা সভাধিপতি রিক্তা কুন্ডুর কাছে ডেপুটেশন দিতে গেলেও তিনি তাঁদের অপমান করে বার করে দেন৷ এর প্রতিবাদে ধর্নায় বসেন তাঁরা৷