নিয়োগের দাবিতে খাদ্য দফতরের বাইরে তুমুল বিক্ষোভ, আন্দোলনের পথে তথ্যমিত্র কেন্দ্র

নিয়োগের দাবিতে খাদ্য দফতরের বাইরে তুমুল বিক্ষোভ, আন্দোলনের পথে তথ্যমিত্র কেন্দ্র

কলকাতা:  নিয়োগের দাবিতে খাদ্য দফতরের বাইরে চাকরিপ্রার্থীদের ব্যপক বিক্ষোভ৷ অভিযোগ, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও এখনও চাকরি পাননি তাঁরা৷ মোট ৯৫৭টি শূন্য পদে নিয়োগ হয়েছে মাত্র ১০০ জনের। মানা হয়নি মেধা তালিকা৷ এর প্রতিবাদেই আজ প্ল্যাকার্ড হাতে মির্জা গালিব স্ট্রিটে প্রতিবাদে সোচ্চার হন চাকরি প্রার্থীরা৷ অন্যদিকে, তথ্যমিত্র কেন্দ্রে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে৷ কেন্দ্রীয় সরকারের সমস্ত পোর্টালও চালু নেই এ রাজ্যে৷ অভিযোগে আন্দোলনের পথে তথ্য মিত্র কেন্দ্রের সঞ্চালকরা৷ জনা দেওয়া হল ডেপুটেশন৷

আরও পড়ুন- একাধিক শূন্যপদে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেসে চুক্তিভিত্তিক নিয়োগ

উল্লেখ্য, ২০১৮সালে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্যের খাদ্য দফতর। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ৯৫৭ জন ফুড ইন্সপেক্টর নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর দেখা যায় মাত্র ১০০জনকে ফুড ইন্সপেক্টর পদে নিয়োগ করা হয়েছে। এখনও নিয়োগের অপেক্ষায় রয়েছে ৮৫৭ জন৷ যার জেরে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন চাকুরিপ্রার্থীরা। স্যাট জানিয়েছিল ৯ জুলাই এর মধ্যে ৮৫৭ জনকে নিয়োগ করতে হবে৷ অথচ এরপরেও খাদ্য দফতর নিয়োগ করেনি। এর পরেই চাকরিপ্রার্থীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। চাকরি প্রার্থীদের দাবি, মেধা তালিকা মেনে নিয়োগ করা হয়নি৷ এদিন তাঁদের প্ল্যাকার্ডে লেখা হয়, ‘শর্ত সাপেক্ষ হলে নিয়োগ চাই। ভবিষ্যতে কেস চললে চলুক। আইনি জটিলতার ভার ফুড এসআইদের। কত দিন আর মানুষের কাছে অপমানিত হব’৷ 

আরও পড়ুন- একাধিক শূন্যপদে আইআইটিতে চাকরির সুযোগ

অন্যদিকে অভিযোগ, রাজ্যের বিভিন্ন সরকারি জায়গা থেকে CSC VLE (তথ্যমিত্র কেন্দ্রের সঞ্চালক) দের উৎখাত করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের নাম করে কেন্দ্রের শাসক দলে জন্য প্রচারের জন্য চাপ দেওয়া হচ্ছে৷ কমিশনের নামে অতিরিক্ত টাকা কাটা হচ্ছে৷ নতুন প্রজেক্ট চালুর আগে ট্রেনিং দেওয়া হচ্ছে না৷ এর প্রতিবাদেই সোচ্চার হয়েছেন তথ্য মিত্র কেন্দ্রের সঞ্চালকরা৷  তৈরি হয়েছে ALL BENGAL CSC VLE UNION(ABCVU)। বুধবার ABCVU-এর ডাকে আন্দোলনের ডাক দেন সঞ্চালকরা৷ পঞ্চায়েত দফতরে ডেপুটেশনও দেওয়া হয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − 2 =