বেতন বৃদ্ধির দাবিতে ফের ধর্না শিক্ষকদের, মিলবে সমাধান?

কলকাতা: অস্থায়ী কর্মীদের কাজ যদি সামাজিক উন্নয়নে স্থায়ী প্রভাব ফেলে, তাহলে কম বেতনে কাজ করিয়ে সরকারি ভাবে শ্রম চুরি কার স্বার্থে? মূলত এই অভিযোগ তুলে এবার বিকাশ ভবনের সামনে লাগাতার ধর্নায় বসলেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ সাংবাদমাধ্যমে বিবৃতি নয়, বেতন বেতন বৃদ্ধির সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত ধর্না কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ওয়েস্ট বেঙ্গল স্কুল টিচার

বেতন বৃদ্ধির দাবিতে ফের ধর্না শিক্ষকদের, মিলবে সমাধান?

কলকাতা: অস্থায়ী কর্মীদের কাজ যদি সামাজিক উন্নয়নে স্থায়ী প্রভাব ফেলে, তাহলে কম বেতনে কাজ করিয়ে সরকারি ভাবে শ্রম চুরি কার স্বার্থে? মূলত এই অভিযোগ তুলে এবার বিকাশ ভবনের সামনে লাগাতার ধর্নায় বসলেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ সাংবাদমাধ্যমে বিবৃতি নয়, বেতন বেতন বৃদ্ধির সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত ধর্না কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ওয়েস্ট বেঙ্গল স্কুল টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের৷

আজ বৃষ্টি মাথায় নিয়ে বিকাশ ভবনের সামনে ধর্নায় বসেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ এর আগেও নিয়োগকারী ঠিকা সংস্থার পরিবর্তে সরাসরি নিয়োগ ও বেতন বৃদ্ধির দাবিতে গত সপ্তাহেই শিক্ষামন্ত্রী ও বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখান কয়েক হাজার শিক্ষক৷ এবারও সেই একই দাবিতে বিকাশ ভবনের সামনে ধর্নায় বসলেন শিক্ষকরা৷

কম্পিউটার শিক্ষকদের দাবি, সংবাদ মাধ্যমে শিক্ষামন্ত্রী বেতন বৃদ্ধির যে মৌখিক আশ্বাস দিয়েছেন তা যতক্ষণ না পর্যন্ত সরকারি ভাবে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন৷ বেতন বৃদ্ধির সরকারি নির্দেশিকা প্রকাশ ও বকেয়া বেতনের দাবিতে বিকাশ ভবনে লাগাতার কর্মসূচি নেয়া হয়েছে শিক্ষক সংগঠনের তরফে৷ যতক্ষণ না পর্যন্ত বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলবে বলেই আগাম হুঁশিয়ারি দিয়েছেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷

সম্প্রতি সংবাদমাধ্যমে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন , কম্পিউটার শিক্ষকদের দাবি দাওয়া ও মিটিয়ে দেওয়া হবে৷ রাজ্য সরকার তাঁদের বেতনও বাড়িয়ে দেবে৷ যোগ্যতা অনুযায়ী বেতন বাড়ানো হবে কম্পিউটার শিক্ষকদের শিক্ষকদের৷ অভিযোগ, তাঁরা তাঁদের প্রাপ্য বেতন পাচ্ছেন না৷ অন্তত ৫ থেকে ৬ হাজার টাকা কম বেতন পান কম্পিউটার শিক্ষকরা৷ এই মুহূর্তে ঠিকা সংস্থার দ্বারা তাঁদের স্কুলে নিয়োগ করা হয়েছে৷ ঠিকা সংস্থায় তাঁদের বেতন নির্ধারণ করে থাকে৷ শিক্ষামন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা হলেও তা ফলপ্রসূ মীমাংসা হয়নি৷ চলতি  সপ্তাহে সংবাদমাধ্যমে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, অবিলম্বে তাঁদেরও বেতন কাঠামো পর্যালোচনা করা হবে৷ সংস্থাকে বকেয়া মেটাতেও বলা হবে৷ তবে, শিক্ষামন্ত্রীর নির্দেশ দিলেই কাজ হচ্ছে তা অবশ্য না৷ শিক্ষকরা  চাইছেন, অবিলম্বে শিক্ষামন্ত্রী সংবাদ মাধ্যমে যে দাবি করেছেন, সেটি বিজ্ঞপ্তি আকারে সরকারি হবে প্রকাশ করা হোক৷ আর যতক্ষণ পর্যন্ত না তা হচ্ছে, ততক্ষণ কম্পিউটার শিক্ষকরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 13 =