শিক্ষক নিয়োগের দাবিতে মৃত্যুর হাতছানি! অনশন মঞ্চে অসুস্থ ২ চাকর

কলকাতা: নিয়োগের দাবিতে রাতভর অনশন বিক্ষোভ দেখিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন দুই চাকরিপ্রার্থী৷ নমব-দশমের কৃষ্ণা দাস ও একাদশ-দ্বাদশের মইদুল ইসলাম নামের দুই অসুস্থ চাকরিপ্রার্থীকে SSKM হাসপাতালে ভরতি করার ব্যবস্থা করা হয়েছে বলে খবর৷ রাতভর বিক্ষোভ ও অনশনের পর সকালে চূড়ান্ত সমস্যায় পড়েল শ’খানিক মহিলা চাকরিপ্রার্থী৷ সৌচালয় বন্ধ থাকায় চূড়ান্ত হেনস্তার মুখেও পড়েন তাঁরা৷ নবম-দ্বাদশে শ্রেণিতে

শিক্ষক নিয়োগের দাবিতে মৃত্যুর হাতছানি! অনশন মঞ্চে অসুস্থ ২ চাকর

কলকাতা: নিয়োগের দাবিতে রাতভর অনশন বিক্ষোভ দেখিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন দুই চাকরিপ্রার্থী৷ নমব-দশমের কৃষ্ণা দাস ও একাদশ-দ্বাদশের মইদুল ইসলাম নামের দুই অসুস্থ চাকরিপ্রার্থীকে SSKM হাসপাতালে ভরতি করার ব্যবস্থা করা হয়েছে বলে খবর৷ রাতভর বিক্ষোভ ও অনশনের পর সকালে চূড়ান্ত সমস্যায় পড়েল শ’খানিক মহিলা চাকরিপ্রার্থী৷ সৌচালয় বন্ধ থাকায় চূড়ান্ত হেনস্তার মুখেও পড়েন তাঁরা৷

শিক্ষক নিয়োগের দাবিতে মৃত্যুর হাতছানি! অনশন মঞ্চে অসুস্থ ২ চাকরনবম-দ্বাদশে শ্রেণিতে শিক্ষক নিয়োগের দাবিতে খোলা আকাশের নীচে অনশনে বসেছেন ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের একাংশ৷ আজ দ্বিতীয় দিনে পড়ল তাঁদের এই অবস্থান বিক্ষোভ৷ কমপক্ষে শ’দুয়েক চাকরিপ্রার্থী একযোগে অনশন চালিয়ে যাচ্ছে বলে খবর৷ খোলা আকাশের নীচে চলছে তাঁদের এই অবস্থান৷ তবে, শুরুতে পুলিশের তরফে বাধা দেওয়া হলেও পরে চাকরিপ্রার্থীদের দাবি কাছে নাথানত করে পুলিশ৷

বৃহস্পতিবার সকাল থেকে এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের ডাকে এই অবস্থান ও অনশন বিক্ষোভে বসেছেন কয়েকশো চাকরিপ্রার্থী৷ রাতের অন্ধকার কাটিয়ে চলে বিক্ষোভ৷ রাজপথের এককোণে বসে পড়েন তাঁরা৷ প্রথমে মেয়ো রোডের কাছে গান্ধী মূর্তির পাদদেশে অনশনে বসার কথা থাকলেও পুলিশি বাধা দেয় বলে অভিযোগ৷ পুলিশি বাধা উপেক্ষা করে কলকাতা প্রেস ক্লাবের সামনে অবস্থানে বসেন ওয়েটিং তালিকায় থাকা নবম-দ্বাদশের প্রায় শ’পাঁচেক চাকরিপ্রার্থী৷ আজ, আরও শ’দুয়েক চাকরিপ্রার্থী অনশনে যোগ দিয়েছেন বলে খবর৷

শিক্ষক নিয়োগের দাবিতে মৃত্যুর হাতছানি! অনশন মঞ্চে অসুস্থ ২ চাকরস্কুল সার্ভিস কমিশন প্রকাশিত গেজেট অনুযায়ী ছাত্র-শিক্ষক অনুপাত মেনে পূর্ণঙ্গ শূণ্যপদে শিক্ষক নিয়োগের দাবিতে অবস্থানে বসেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ ২০১৭ সালে ২৭ নভেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশিত হয়৷ ১২ মার্চ, ২০১৮ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করে কমিশন৷ কিন্তু, তারপর থেকেই চাকুরিপ্রার্থীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় বলে মঞ্চের অভিযোগ৷ আচার্য সদন ও বিকাশ ভবনে ডেপুটেশন দিয়েও কোনও লাভ হয়নি৷

শিক্ষক নিয়োগের দাবিতে মৃত্যুর হাতছানি! অনশন মঞ্চে অসুস্থ ২ চাকর আর সেই কারণে আজ এই অবস্থান বলে জানা গিয়েছে৷ চাকরিপ্রার্থীদের দাবি, স্কুল সার্ভিস কমিশনের গেজেট অনুযায়ী আপটুডেট (চূড়ান্ত মেধা তালিকার ১৫ দিন আগের) এর মাধ্যমে ওয়েটিং লিস্টে থাকা সমস্ত ক্যান্ডিডেটদের এম্প্যানেল করতে হবে৷ কিন্তু, তা করা হয়নি বলে অভিযোগ৷ এদিনের এই আন্দোলন প্রসঙ্গে চাকরিপ্রার্থী রাকেশ প্রামাণিক বলেন, ‘‘আমাদের অবস্থান চলছে৷ মৃত্যু এলেও চাকরি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা উঠব না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =