কলকাতা: বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন প্রতিশ্রুতি৷ সুপ্রিম কোর্টের তরফে ছিল নির্দেশ৷ কিন্তু, সমস্যা সমাধানে জোড়া সুখবর থাকা সত্ত্বেও এখনও বঞ্চিত পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত বহু চাকরিপ্রার্থী৷ দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায় এবার আমরণ অনশনে বসতে চলেছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ দাবি না মেটা পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা পশ্চিমবঙ্গ প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের৷
আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের রাজ্য সভাপতি পিন্টু জানান, ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০০৫-০৬ সালের মধ্যে বঞ্চিত পিটিটিআইদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে৷ মুখ্যমন্ত্রীর তরফে প্রতিশ্রুতির পাওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্টও একটি নির্দেশ দেয়৷ অভিযোগ, তা এখনও বাস্তবায়িত হয়নি৷ রাজ্য সরকারের বিরুদ্ধে গড়িমসিরও অভিযোগ তোলা হয়েছে৷ অবিলম্বে সুপ্রিম কোর্টের রায় ও মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী যারা সমস্ত বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়োগের দাবি জানানো হয়েছে৷ আর এই দাবিগুলিকে সামনে রেখে আগামী ১৫ জুলাই আমরণ অনশনের ডাক দেওয়া হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে৷