নয়াদিল্লি: সামরিক পুলিশে মহিলা নিয়োগ করার সিদ্ধান্তে অনুমোদন দিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন৷ সেনার সামরিক পুলিশ বাহিনীতে পার্সোনেল বিলো অফিসার র্যাংক (পিবিআরও)-এ মহিলাদের অন্তর্ভুক্ত করা হবে৷
ধাপে ধাপে সেনার সামরিক পুলিশ বাহিনীর মোট জওয়ানের ২০ শতাংশ পদেই মহিলাদের অন্তর্ভুক্ত করা হবে বলে টুইট করে এই খবর জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন৷ পিবিআরও-তে যারা নিয়োগ হবে তাদের দায়িত্বগুলির মধ্যে থাকছে ধর্ষণ, নিপীড়ন ও চুরির অভিযোগের তদন্ত করা, সামরিক অভিযানে যেখানে সেনার সহায়তা প্রয়োজন সেখানে সহায়তা করা, যুদ্ধের সময় সীমান্তের নিকটবর্তী গ্রামগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজে সহায়তা, উদ্বাস্তুদের মধ্যে মহিলা ও শিশুদের ভিড় নিয়ন্ত্রণ, তল্লাশি ও অপারেশনের সময় সহায়তা ইত্যাদি৷