একাধিক শূন্যপদে রাজ্য সমবায় ব্যাংকে কর্মী নিয়োগের সিদ্ধান্ত

হাওড়া: রাজ্য সরকারি প্রকল্পের সমস্ত টাকা এবার সমবায় ব্যাংকের মাধ্যমে করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷ কন্যাশ্রী থেকে রূপশ্রী মতো একাধিক পরিষেবা এই ব্যাংকের মাধ্যমেই করা হবে৷ সরকারি প্রকল্পের কাজ সমবায় ব্যাংকের মাধ্যমে করার সিদ্ধান্তে পরিকাঠামো উন্নয়নেও দেওয়া হয়েছে গুরুত্ব৷ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে খবর৷ আগামী তিন মাসের মধ্যে ২৫টি সমবায় ব্যাংকের

একাধিক শূন্যপদে রাজ্য সমবায় ব্যাংকে কর্মী নিয়োগের সিদ্ধান্ত

হাওড়া: রাজ্য সরকারি প্রকল্পের সমস্ত টাকা এবার সমবায় ব্যাংকের মাধ্যমে করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷ কন্যাশ্রী থেকে রূপশ্রী মতো একাধিক পরিষেবা এই ব্যাংকের মাধ্যমেই করা হবে৷ সরকারি প্রকল্পের কাজ সমবায় ব্যাংকের মাধ্যমে করার সিদ্ধান্তে পরিকাঠামো উন্নয়নেও দেওয়া হয়েছে গুরুত্ব৷ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে খবর৷

আগামী তিন মাসের মধ্যে ২৫টি সমবায় ব্যাংকের শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য৷ এই সমবায় ব্যাংকগুলিতে আপাতত অন্যান্য ব্যাংক থেকে কর্মী নিয়োগ করা হলেও দ্রুত সেই শূন্যস্থান পূরণে কর্মী নিয়োগ করা হবে৷ কোথায় কত সংখ্যক কর্মী প্রয়োজন, কোঅপারেটিভ সার্ভিস কমিশনকে তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে৷ অন্তত প্রায় ৫০০ কর্মী ও অফিসার প্রথম পর্যায়ে নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ প্রায় ৫০টি সমবায় ব্যাংকের শাখা খোলা লক্ষ্যমাত্রা নিয়ে পর্যাপ্ত কর্মী নিয়োগ করা পরিকল্পনা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =