দেবীপক্ষে সুখবর শোনাল PSC, কপাল খুলছে বহু চাকরি প্রার্থীর

কলকাতা: ইঙ্গিত আগেই মিলেছিল৷ সেই সংক্রান্ত খবরও প্রকাশ করেছিল আজ বিকেল ডট কম৷ এবার চাকরিপ্রার্থীদের পুজোর উপহার দিয়ে অবশেষে প্রকাশিত হল W.B.C.S. (Exe.) 2018 পরীক্ষার চূড়ান্ত তালিকা৷ পিডিএফ আকারে ২৩৮ জন সফল প্রার্থীর নামের তালিকা রোল নম্বর সহ প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন৷ আজ দুপুরে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সকল চাকরি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ

দেবীপক্ষে সুখবর শোনাল PSC, কপাল খুলছে বহু চাকরি প্রার্থীর

কলকাতা: ইঙ্গিত আগেই মিলেছিল৷ সেই সংক্রান্ত খবরও প্রকাশ করেছিল আজ বিকেল ডট কম৷ এবার চাকরিপ্রার্থীদের পুজোর উপহার দিয়ে অবশেষে প্রকাশিত হল W.B.C.S. (Exe.) 2018 পরীক্ষার চূড়ান্ত তালিকা৷ পিডিএফ আকারে ২৩৮ জন সফল প্রার্থীর নামের তালিকা রোল নম্বর সহ প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন৷

আজ দুপুরে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সকল চাকরি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে৷ সফলদের তালিকা প্রকাশের পাশাপাশি আগামিকাল মঙ্গলবার নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে দেওয়া হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে৷ একই সঙ্গে আগামী পয়লা নভেম্বর ইন্টারভিউ নেওয়া হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে৷ ফলে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মধ্যেই কপাল খুলতে চলেছে বেশকিছু চাকরিপ্রার্থীর৷ (এই লিঙ্কে দেখুন মেধাতালিকা- www.pscwbonline.gov.in/docs/2712746)

আরও পড়ুন- পুজোয় এবার বড়সড় সুখবর শোনাতে চলছে PSC, আশ্বাস চেয়ারম্যানের

যদিও এর আগে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে৷ কিন্তু চেয়ারম্যান পদে রদবদল ঘটার পর কমিশনের ঘুঘুর বাসা কিছুটা মুক্ত হয়েছে বলে মনে করছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ এর আগে গত ২৩ সেপ্টেম্বর পিএসসি দুর্নীতি মুক্তমঞ্চের তরফে যুব নেতা ইন্দ্রজিৎ ঘোষের নেতৃত্বে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন চাকরি প্রার্থীদের একাংশ৷

সেখানে বেশকিছু আশ্বাস দেন কমিশনের চেয়ারম্যান দেবাশীষ বসু৷ তার মধ্যে পুজোর আগে W.B.C.S. (Exe.) ২০১৮ ফলাফল প্রকাশিত হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়৷ এবার সেই ইঙ্গিত মিলিয়ে সরকারি মেধাতালিকা প্রকাশ পাবলিক সার্ভিস কমিশন৷ তৃতীয়ার দুপুরে মেধাতালিকা প্রকাশ হতেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন সফল চাকরিপ্রার্থীদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *