মৃত্যু, ব্রেন স্ট্রোক, অনশন! লোকসভায় প্রতিবাদী লকেট

নয়াদিল্লি ও কলকাতা: বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ সুকান্ত মজুমদারের পর এবার বাংলার শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের বর্তমান পরিস্থিতি লোকসভায় তুলে ধরলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের৷ পার্শ্ব শিক্ষকদের অনশন থেকে শুরু করে বাংলার শিক্ষার বরাদ্দ টাকা ‘পিসি ভাইপোর কোম্পানি’ লুটে নিচ্ছে বলে অভিযোগ বিজেপি সাংসদের৷ পাল্টা হট্টগোল বাংলার শাসক শিবিরের৷ এদিন সংসদে বলতে উঠে হিন্দি-বাংলা

মৃত্যু, ব্রেন স্ট্রোক, অনশন! লোকসভায় প্রতিবাদী লকেট

নয়াদিল্লি ও কলকাতা: বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ সুকান্ত মজুমদারের পর এবার বাংলার শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের বর্তমান পরিস্থিতি লোকসভায় তুলে ধরলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের৷ পার্শ্ব শিক্ষকদের অনশন থেকে শুরু করে বাংলার শিক্ষার বরাদ্দ টাকা ‘পিসি ভাইপোর কোম্পানি’ লুটে নিচ্ছে বলে অভিযোগ বিজেপি সাংসদের৷ পাল্টা হট্টগোল বাংলার শাসক শিবিরের৷

এদিন সংসদে বলতে উঠে হিন্দি-বাংলা মিশিয়ে সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘গত ১১ নভেম্বর থেকে আজ পর্যন্ত কয়েক হাজার পার্শ্ব শিক্ষক অনশনে বসে রয়েছেন৷ এখন পাঁচ জনের অবস্থা গুরুতর৷ তাঁরা হাসপাতালে ভর্তি৷ ১০০ জনের বেশি পার্শ্বশিক্ষক বিনা চিকিৎসায় মারা গিয়েছেন৷ পশ্চিমবঙ্গে প্রায় ৫০ হাজার পার্শ্ব শিক্ষক রয়েছেন৷ তাঁদের দাবি, কেন্দ্র সরকার থেকে যে টাকা পাঠানো হচ্ছে, রাজ্য সরকার সেই টাকা দিচ্ছে না৷ ওইটা নেতা-মন্ত্রীদের পকেটে চলে যাচ্ছে৷ পিসি-ভাইপোর যে কোম্পানি রয়েছে তাতে চলে যাচ্ছে৷ ফলে আমি আপনাকে এই বিষয়টি বলতে চাইব, শিক্ষাগুরুদের সমস্যা যদি সমাধান না করা হয়, তাহলে পড়ুয়াদের তাঁরা কি করে ওর ভবিষ্যৎ তৈরি করবেন৷ যদি শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে আজ ছিনিমিনি খেলা হয়, শিক্ষক যেখানে শিশুদের কি করে পড়াবে৷ তাই আমি বলব, আপনারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন৷’’

লকেটের ভাষণ শেষ হতে না হতেই উল্টোদিক থেকে তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন তৃণমূল সাংসদের একাংশ৷ লোকসভার অধ্যক্ষ সবাইকে শান্ত হতে নির্দেশ দেন৷

অন্যদিকে বড়সড় অঘটন ঘটেছে পার্শ্ব শিক্ষকদের অনশন মঞ্চে৷ অনশনরত অবস্থায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত তাপস বর নামের এক শিক্ষক৷ এনআরএসে ভর্তি৷ ধর্না মঞ্চে ৮ দিন কাটিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুরের পার্শ্ব শিক্ষিকার৷ বাইক থেকে পড়ে মৃত্যু হয়েছে বলেও পুলিশ দাবি করলেও পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফে জানানো হয়েছে, রেবতী রাউত নামে শিক্ষিক্ষা ধর্নায় থেকে অসুস্থ হয়ে পড়ায় তাঁর মৃত্যু হয়েছে৷

শিক্ষক সংগঠনের দাবি, রেবতী রাউতের মৃত্যু ও তাপস বরের ব্রেন স্ট্রোক ছাড়াও টানা অনশন চালিয়ে গুরুতর অসুস্থ ছ’শিক্ষক৷ এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছড়িয়েছে শিক্ষক মহলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =