টাকা নেই, মিলবে না বর্ধিত DA ! করোনার জেরে ভাঁড়ারে টান সরকারের

টাকা নেই, মিলবে না বর্ধিত DA ! করোনার জেরে ভাঁড়ারে টান সরকারের

নয়াদিল্লি: চোখ রাঙাচ্ছে করোনা৷ চলছে লকডাউন৷ করোনার জেরে মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি৷ ভাঁড়ারে টান পড়েছে সরকারের৷ আর তার জেরে এখনই বর্ধিত মহার্ঘ ভাতা দিতে পারবে না কেন্দ্র৷ এই নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে কেন্দ্র৷ করোনা পরিস্থিতি মেটার পর বর্ধিত ডিএ দেওয়ার কথা ভাবা হতে পারে বলে খবর৷ কেন্দ্রের তরফে এমন চিন্তাভাবনা শুরু হলেও বাংলায় মহার্ঘ ভাতা মামলা এখনও আদালতে ঝুলছে৷ ফলে, আপাতত বর্ধিত মহার্ঘ ভাতা পাওয়ার আশায় ভুলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা৷

কেন্দ্রীয় সরকার গত মাসেই ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়৷ ১৭ শতাংশের পরিবর্তে ২১ শতাংশ বেসিক বেতনের ওপর মহার্ঘ ভাতা দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্র৷ কিন্তু, এই মর্মে কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেয়নি কেন্দ্র৷ ফলে, সেই প্রাপ্তি এখন বিশ বাঁও জলে৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, এখন মহার্ঘ ভাতা দেওয়ার টাকা দেওয়ার কোনও প্রস্তাব নেই৷ আপাতত বর্ধিত ডিএ না দিয়ে কিছু টাকা বাঁচানো যাক৷ সেটা দিয়ে করোনা পরিস্থিতি মোকাবিলা করা হবে৷ তবে এখনও কোনও কর্মীর বেতন কাটা বিষয়টি চূড়ান্ত হয়নি বলেও জানিয়েছে অর্থমন্ত্রকের মুখপাত্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =