পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের আবেদনের সময়সীমা বৃদ্ধি

অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনের সময়সীমা বাড়ানো হল।  পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইডে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী ৩১ অগস্ট পর্যন্ত আবেদন করা যাবে বলে জানা গিয়েছে। তবে ঠিক কতগুলো পদ ফাঁকা রয়েছে, তা এখনও জানানো হয়নি। 

 

কলকাতা: অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনের সময়সীমা বাড়ানো হল। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইডে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, আগামী ৩১ অগস্ট পর্যন্ত আবেদন করা যাবে৷ তবে শূন্যপদ কত রয়েছে, তা এখনও জানানো হয়নি। 

আরও পড়ুন- শিক্ষক নিয়োগ মামলায় বড় জয় SSC-র, খারিজ চাকরিপ্রার্থীদের আর্জি

মাসিক বেতন ৫৬,১০০ টাকা থেকে ১৪৪,৩০০ টাকা। সঙ্গে ডিএ, এমএ এবং এইচআরএ আছে। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা তার সমতুল্য ডিগ্রি থাকতে হবে। বাংলায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। যাঁদের মাতৃভাষা নেপালি, তাঁদের এই নিয়ম প্রযোজ্য হবে না বলে জানা গিয়েছে। স্বাস্থ্য কারিগরি এবং পঞ্চায়েত দফতরের জন্য এক বছরের স্নাতকোত্তর প্র্যাকটিকাল ট্রেনিং কিংবা গবেষণা বা হাতেকলমে ইঞ্জিনিয়ারিংয়ের অভিজ্ঞতা কাঙ্ক্ষিত৷

২০২০ সালের ১ জানুয়ারির মধ্যে বয়স সর্বোচ্চ ৩৬ বছর হতে হবে। তফশিলী জাতি ও উপজাতিদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় পাওয়া যাবে। ওবিসি প্রার্থীরা তিন বছরের ছাড় পাবেন বলে জানা গিয়েছে। ৪০ শতাংশ বা তার বেশি প্রতিবন্ধীরা ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।  

আরও  পড়ুন- দিতে হবে না পরীক্ষা, শিক্ষানবীশ পদে প্রচুর নিয়োগ ভারতীয় রেলে

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে গিয়ে আবেদন করতে হবে। আবেদন ফি ২১০টাকা ধার্য করা হয়েছে। তফসিলি জাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের কোনও আবেদন মূল্য লাগবে না বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − nine =