ফের ভেস্তে গেল DA মামলার শুনানি, ক্ষোভে ফুঁসছে কর্মচারী মহল

কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের করা ডিএ মামলার রিভিউ পিটিশনের শুনানিতে এলেনই না রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত! উল্টে, কলকাতা হাইকোর্টের কাছে অতিরিক্ত সময়ের দাবি জানাল রাজ্য সরকার৷ রাজ্যের এই পদক্ষপকে কেন্দ্র করে সরকারি কর্মীমহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে৷ আজ কলকাতা হাইকোর্টে ছিল ডিএ মামলার শুনানি৷ হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শেখর বি শরাফের বেঞ্চে

ফের ভেস্তে গেল DA মামলার শুনানি, ক্ষোভে ফুঁসছে কর্মচারী মহল

কলকাতা:  রাজ্য সরকারি কর্মচারীদের করা ডিএ মামলার রিভিউ পিটিশনের শুনানিতে এলেনই না রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত! উল্টে, কলকাতা হাইকোর্টের কাছে অতিরিক্ত সময়ের দাবি জানাল রাজ্য সরকার৷ রাজ্যের এই পদক্ষপকে কেন্দ্র করে সরকারি কর্মীমহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে৷

আজ কলকাতা হাইকোর্টে ছিল ডিএ মামলার শুনানি৷ হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শেখর বি শরাফের বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল৷ রাজ্য সরকারের করা রিভিউ পিটিশনের অপেক্ষায় ছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল ও রাজ্য সরকারি কর্মীরা৷ কিন্তু, সরকারের অ্যাডভোকেট জেনারেল গরহাজিরার কারণে ভেস্তে গেল মামলার শুনানি৷

গত বছরের ৬ ডিসেম্বর স্যাটে ডিএ মামলার শুনানিতে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিলের জেরে পিছিয়ে দেওয়া হয় মামলার শুনানি৷ এরপর রাজ্য সরকারকে ১৯ ডিসেম্বরের মধ্যে হাইকোর্টের আদেশনামার কপি জমা দেওয়ার নির্দেশ দেয় স্যাট৷ জানিয়ে দেওয়া হয়, রাজ্য সরকার হাইকোর্টে রিভিউ পিটিশন করেছে। তাই আপাতত স্যাটের পক্ষে এখন রায়দান সম্ভব নয়৷ ২৪ জানুয়ারি পর্যন্ত মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়৷ আজ, বুধবার মামলার শুনানি না হওয়ায় ২৪ জানুয়ারি স্যাটের শুনানি নিয়েও জটিলতা তৈরি হয়েছে৷

গত ৩১ আগস্ট কলকাতা হাইকোর্টে ডিএ মামলায় ধাক্কায় খায়  রাজ্য সরকার৷ আদালত জানিয়ে দেয়, ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার৷ কিন্তু এরপরেই, কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ডিএ মামলা যায় স্যাটে৷ ডিএর হার কী হবে? বছরে কতবার ডিএ দেওয়া হবে তা নির্ধারিত হওয়ার কথা ছিল স্যাটে৷ কিন্তু, সেই মামলায় হলফনামাই জমা করে না রাজ্য সরকার উল্টে শুনানির দিন দাবি করে৷ স্যাটের বিচারপতিরা সেই দাবি উড়িয়ে দিলে বিনা হলফনামাতেই শুরু হয় শুনানি৷ পরে, কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফে রিভিউ পিটিশন দাখিল করা হয়৷ আর তাতেই বাড়ে জটিলতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + six =