কলকাতা: বর্ধিত বেতনে মেলেনি মহার্ঘ ভাতা৷ আর বকেয়া মহার্ঘ ভাতা মামলায় শুনানি ফের গেল পিছিয়ে৷ তবে, মামলার শুনানি পিছিয়ে গেলের রাজ্যের বিরুদ্ধে জোড়া আদালত অবমানার মামলা দায়ের কর্মচারী সংগঠনের৷
আজ ট্রাইবুনালে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজের তরফে মামলা লড়েন আইনজীবী আমজাদ আলি৷ মামলার শুনানি প্রসঙ্গে বর্ষিয়ান আইনজীবী জানিয়েছেন, মহার্ঘ ভাতা মামলা রাজ্যের কাছে আনন্দের৷ কিন্তু, কর্মীদের জন্য রুজি রুটি বিষয়৷ রাজ্য এই রায় পুনর্বিবেচনার আবেদন করে সময় কেনার চেষ্টা করছে৷ মামলা দীর্ঘায়িত করতে রাজ্যের তরফে ৪টি বিষয় ট্রাইবুনালে তুলে ধরে সওয়াল করা হয়৷ তার মধ্যে দু’টি বিষয় হাইকোর্ট খারিজ করে দিয়েছে৷ অন্য দু’টির বিস্তারিত ব্যাখা ট্রাইবুনালে পেশ করে রাজ্য৷ পাল্টা রায়ের নির্দেশ কার্যকর না হওয়ার বিষয়ে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমানার মামলাও সওয়াল করা হয়৷ সেই মামলার শুনানি এখনও বাকি৷
রাজ্যের বিরুদ্ধে দ্বিতীয় আদালত অবমানা মামলা দায়ের সঙ্গে আইনজীবী আমজাদ আলি আরও জানিয়েছেন, স্যাটের তরফে রায় ঘোষণা করে সাফ জানিয়ে দেওয়া হয়েছিব, বকেয়া ডিএ দিতেই হবে রাজ্যকে৷ নগদ, চেক কিংবা পিফের মাধ্যমে৷ এই তিন অপশনের মধ্যে যেটা সরকার গ্রহন করবে তা তিন মাসের মধ্যে নোটিফিকেশনের মাধ্যমে কর্মীদের জানিয়ে দিতে হবে৷ সম্পূর্ণ বকেয়া ডিএ ছ’মাসের মধ্যে মিটিয়ে হবে৷ তবে তার আগে পে-কমিশন লাগু হলে, লাগু হওয়ার আগেই বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে৷ কিন্তু, সেই নির্দেশ কার্যকর হয়নি৷ এই নিয়ে আগেই আদালত অবমানার মামলা দায়ের হয়েছে৷ এবার নতুন করে রাজ্য সরকার আদালতের সেই নির্দেশ উপেক্ষা করে পেকমিশন চালু করেছে৷ এমনকি নতুন আইনও কার্যকর করেছে৷ এবং কর্মচারীদের অপশন নিতে বলা হচ্ছে৷ এটা দ্বিতীয় আদালত অবমানা৷ আমরা আদলতে রাজ্যের অপশন চাওয়ার প্রসঙ্গে বিচার চাইব৷
এদিনের এই মামলা প্রসঙ্গে কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘আজ মহামান্য অ্যাডভোকেট আমজাদ আলি পরবর্তী যে দুটি উল্লেখিত রায়ে বলা ছিল তা তুলে ধরেন৷ তিনি আদালতকে স্মরণ করিয়ে দেন, যে সরকার শুধু পে কমিশনই লাগু করেনি৷ সরকার কর্মীদের থেকে হুইপ জারি করে নয়া বেতন নেওয়ার জন্য কর্মীদের অপশন ফর্ম ফিলাপ করাতে বাধ্য করেছেন পর্যন্ত৷ এই বার্তা শোনার পর মহামান্য ট্রাইবুনাল তা লিখিত আকারে ( এফিডেফিট সহকারে আদালতের কাছে) জমা দিতে বলেন৷ এবং আগামী ১৩ ফেব্রুয়ারি পরবর্তী মামলাটি উঠবে বলে ট্রাইবুনাল নির্দেশ দেন৷’’ হাইকোর্টে মহার্ঘ ভাতা সংক্রান্ত মূল মামলাটি যেহেতু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেছিলেন, এবার রাজ্যকে চাপে ফেলতে পরবর্তী শুনানি তিনি অশংগ্রহণ করবেন বলেও জানিয়েছেন মলয়বাবু৷