DA মামলার ‘রায়’ নিয়ে ফের শুরু বিতর্ক, কোন পথে সমাধান?

কলকাতা: দীর্ঘ জটিলতার পর অবশেষে শেষ হয়েছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানি৷ আগামী ৮ আগস্ট সরকারি কর্মচারীদের দায়ের করা মামলা পরবর্তীর শুনানি রয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল বা স্যাটে৷ কিন্তু, মামলার শুনানি শেষ হলও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে নানান গুজব৷ ডিএ মামলা সংক্রান্ত গুজবে যাতে কেউ কান না দেন, সে বিষয়ে সতর্কতা জারি করল কনফেডারেশন

DA মামলার ‘রায়’ নিয়ে ফের শুরু বিতর্ক, কোন পথে সমাধান?

কলকাতা: দীর্ঘ জটিলতার পর অবশেষে শেষ হয়েছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানি৷ আগামী ৮ আগস্ট সরকারি কর্মচারীদের দায়ের করা মামলা পরবর্তীর শুনানি রয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল বা স্যাটে৷ কিন্তু, মামলার শুনানি শেষ হলও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে নানান গুজব৷ ডিএ মামলা সংক্রান্ত গুজবে যাতে কেউ কান না দেন, সে বিষয়ে সতর্কতা জারি করল কনফেডারেশন অব স্টেট গভনেন্ট এমপ্লয়িজ৷

ডিএ মামলা সংক্রান্ত গুজব প্রসঙ্গে সরকারি কর্মী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভনেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি বিবৃতি জারি করেছেন৷ তাতে বলা হয়েছে, ‘‘আমার কাছে অসংখ্য ফোন আসছে ও ফেসবুকেও তার প্রতিফলন দেখতে পাচ্ছি, অমুক সরকারি কর্মচারী সংগঠনটির ডিএ মামলার রায় স্যাট ৮ আগস্ট ঘোষণা করতে চলেছে৷ এটা যে গুজব ছাড়া আর কিছুই নয় তার প্রমাণ দাখিল করলাম৷’’

DA মামলার ‘রায়’ নিয়ে ফের শুরু বিতর্ক, কোন পথে সমাধান?বলেন, ‘‘সমস্ত কর্মচারী বন্ধুদের কাছে আমাদের আবেদন, বিভ্রান্ত হবেন না। কারণ আপনারা সকলেই জানেন, তিন বছর ধরে চলা এই ডিএ মামলা প্রথমে স্যাট, পরবর্তী হাইকোর্ট-স্যাট-হাইকোর্ট-স্যাটে এসে বিচারপর্ব গত ১৮ জুন শেষ হয়েছে৷ যেহেতু হাইকোর্ট মামলাটির নিষ্পত্তি দু’মাসের মধ্যে শেষ করতে বলেছেন, তাই আমাদের আশা খুব শীঘ্রই রায় ঘোষণা করা হবে বলেই মনে করি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + thirteen =