কলকাতা: দীর্ঘ জটিলতার পর অবশেষে শেষ হয়েছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানি৷ আগামী ৮ আগস্ট সরকারি কর্মচারীদের দায়ের করা মামলা পরবর্তীর শুনানি রয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল বা স্যাটে৷ কিন্তু, মামলার শুনানি শেষ হলও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে নানান গুজব৷ ডিএ মামলা সংক্রান্ত গুজবে যাতে কেউ কান না দেন, সে বিষয়ে সতর্কতা জারি করল কনফেডারেশন অব স্টেট গভনেন্ট এমপ্লয়িজ৷
ডিএ মামলা সংক্রান্ত গুজব প্রসঙ্গে সরকারি কর্মী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভনেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি বিবৃতি জারি করেছেন৷ তাতে বলা হয়েছে, ‘‘আমার কাছে অসংখ্য ফোন আসছে ও ফেসবুকেও তার প্রতিফলন দেখতে পাচ্ছি, অমুক সরকারি কর্মচারী সংগঠনটির ডিএ মামলার রায় স্যাট ৮ আগস্ট ঘোষণা করতে চলেছে৷ এটা যে গুজব ছাড়া আর কিছুই নয় তার প্রমাণ দাখিল করলাম৷’’
বলেন, ‘‘সমস্ত কর্মচারী বন্ধুদের কাছে আমাদের আবেদন, বিভ্রান্ত হবেন না। কারণ আপনারা সকলেই জানেন, তিন বছর ধরে চলা এই ডিএ মামলা প্রথমে স্যাট, পরবর্তী হাইকোর্ট-স্যাট-হাইকোর্ট-স্যাটে এসে বিচারপর্ব গত ১৮ জুন শেষ হয়েছে৷ যেহেতু হাইকোর্ট মামলাটির নিষ্পত্তি দু’মাসের মধ্যে শেষ করতে বলেছেন, তাই আমাদের আশা খুব শীঘ্রই রায় ঘোষণা করা হবে বলেই মনে করি৷’’