DA মামলার শুনানি শেষ, কোন দিকে গড়াচ্ছে জল?

কলকাতা: অবশেষে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার চূড়ান্ত রায় দিতে চলেছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল বা স্যাট৷ আগামী ৮ আগস্ট সরকারি কর্মচারী পরিষদের দায়ের করা মামলার রায় ঘোষণার দিন স্থির হয়েছে৷ আজ ছিল মামলার শেষ শুনানি৷ এদিন মামলার শেষ শুনানি-পর্বে বিচারক রঞ্জিতকুমার বাগ ও বিচারক সুবেশ দাসের বেঞ্চ জানতে চেয়েছে, কেন্দ্রীয় হারে ভাতা দেওয়ার জন্য,

DA মামলার শুনানি শেষ, কোন দিকে গড়াচ্ছে জল?

কলকাতা: অবশেষে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার চূড়ান্ত রায় দিতে চলেছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল বা স্যাট৷ আগামী ৮ আগস্ট সরকারি কর্মচারী পরিষদের দায়ের করা মামলার রায় ঘোষণার দিন স্থির হয়েছে৷ আজ ছিল মামলার শেষ শুনানি৷

এদিন মামলার শেষ শুনানি-পর্বে বিচারক রঞ্জিতকুমার বাগ ও বিচারক সুবেশ দাসের বেঞ্চ জানতে চেয়েছে, কেন্দ্রীয় হারে ভাতা দেওয়ার জন্য, রাজ্য সরকার বলছে তাদের আর্থিক সামর্থ্য নেই৷ তাহলে আপনাদের কী মন্তব্য? মামলাকারীদের তরফে আইনজীবী আমজাদ আলি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের হারে ভাতা দেওয়ার জন্য রাজ্য সরকার এটাকে স্বীকার করার পর যে আইন তৈরি করেছে, তার দ্বারায় সাংবিধানিক বাধ্যতামূলক দায়িত্ব তারা গ্রহণ করেছে৷ সুতরাং, তাদের আর্থিক সচ্ছলতার উপর ভাতা দিতে পারব, কি পারব না, তা নির্ভর করে না৷ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি আর্থিক সচ্ছলতার ভিত্তিতে ডিএ দিতে পারব, কি পারব না, এই বিচারে যায়, তাহলে আর্থিক সচ্ছলতার ভিত্তিতে সামগ্রিক ভাবে সরকারি কর্মচারীদের বেতন একটা মাসে দেওয়া যাবে না, বা এক বছর দেওয়া যাবে না, এটাকে বিচার করা যায় না৷ কেননা, এটা সাংবিধানিক দায়িত্ব৷ সাংবিধানিক দায়িত্ব পূরণ কী পদ্ধতিতে হবে, সেটাকে বিচার করতে হবে৷ তার পন্থা খুঁজতে হবে রাজ্য সরকারকে৷ সেই পন্থা আদালত ঠিক করে দেবে না৷ এটা রাজ্য সরকারকে করতে হবে৷ রাজ্য সরকারের ঋণ হিসাবে কর্মীদের ডিএ দিতে বাধ্য৷’’ মামলার উভয়পক্ষের শুনানির পর আদালত দ্রুত কর্মচারীদের পক্ষে রায় দিতে পারে বলে মনে করছেন প্রবীণ আইনজীবী আমজাদ আলি৷

আগামী ৮ আগস্ট স্যাটের তরফে রাজ্যকে ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হলে রাজ্য কি ফের উচ্চ আদালতে যাবে? তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে৷ এমনিতেই রাজ্য সরকার আদালতে জানিয়ে দিয়েছে, টাকা না থারায় কর্মীদের বকেয়া ডিএ দেওয়া যাচ্ছে না৷ মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, এই রাজ্য সরকার একমাত্র ১৩৪ শতাংশ ডিএ দিয়ে থাকে৷ ফলে, রায় ঘোষণার পরও তা কার্যকর করা নিয়েই দোলাচলে কর্মীদের একাংশ৷ যদিও, হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, ডিএ মামলার চূড়ান্ত রায় দেবে স্যাট৷ এতে হস্তক্ষেপ করবে না উচ্চ আদালত৷

তবে, মামলার রায় ঘোষণার পরেও রয়েছে আইনি প্যাঁচ৷ কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ প্রদানের দাবিতে আইএনটিইউসি প্রভাবিত কর্মচারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মামলাও হাইকোর্ট ঘুরে স্যাটে ঝুলে রয়েছে৷ ফলে, সব মিলিয়ের আইনি জট কেটেও কাটছে না ডিএ মামলার ভবিষ্যত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 5 =