সুখবর! বাড়তে চলেছে সরকারি কর্মীদের DA ও RA

সুখবর! বাড়তে চলেছে সরকারি কর্মীদের DA ও RA

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনসনভোগীদের জন্য সুখবর৷ সেপ্টেম্বর মাস থেকেই সম্ভবত বাড়তে চলেছে মহার্ঘভাতা (ডিএ)৷ মিলবে বকেয়া মহার্ঘভাতাও৷ সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী গত ২৬ ও ২৭ জুন ডিএ বৃদ্ধি নিয়ে বৈঠকে বসেছিল ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি এবং ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং৷ ওই বৈঠকেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধি এবং সরকারের ক্যাবিনেট সচিবও৷ ওই বৈঠকেই ডিএ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বলে জানান ন্যাশনাল কাউন্সিল অফ জেসিএমের সচিব (স্টাফ সাইড) শিবপ্রকাশ মিশ্র৷  

আরও পড়ুন- TET: মঙ্গলে কাউন্সিলিংয়ের নির্ঘণ্ট, পুজোর আগেই ফলাফল, ঘোষণা সংসদের

নর্থ ব্লকের বৈঠকে ২৮টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়৷ ডিএ ও ডিআর নিয়ে দীর্ঘদিন ধরেই আশায় রয়েছেন কেন্দ্রীয় সরকারের কর্মী ও পেনসনভোগীরা৷  এর আগে বলা হয়েছিল  জুলাই থেকে কেন্দ্রীয় সরকারের কর্মীদের ডিএ বাড়ানো হবে৷ করোনা পরিস্থিতিতে তিনটি কিস্তির ডিএ বকেয়া রয়েছে৷ ২০২০-র জানুয়ারির পর, ২০২০-র জুলাই এবং ২০২১-এর জানুয়ারির ডিএ বাকি পড়ে রয়েছে৷ গত বছর জানুয়ারি মাসে ৪ শতাংশ, জুলাই মাসে ৩ শতাংশ এবং চলতি বছর জানুয়ারিতে ৪ শতাংশ বকেয়া রয়েছে৷ সেই অনুযায়ী মাসিক ডিএ ১১ শতাংশ বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছিল৷ এই হারে ডিএ বাড়লে সেপ্টেম্বর মাস থেকে ২৮ শতাংশ ডিএ পেতেন কর্মীরা৷ তবে সেই আশা পূরণ হচ্ছে না৷ তবে হকেয়ো বা এরিয়ার দেওয়ার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ডিআর –এর ক্ষেত্রে তা কার্যকর হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *