কাটল PTTI জট, সুপ্রিম কোর্টে বড় জয় প্রাথমিক শিক্ষকদের

নয়াদিল্লি: দীর্ঘ আইনি জট কাটিয়ে PTTI মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় পেলেন প্রাথমিক শিক্ষকদের একাংশ৷ আজ, দেশের শীর্ষ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ২০০৪-০৫ সালে দেওয়া PTTI শংসাপত্র বৈধ্য৷ ফলে, মামলাকালীদের আগামী ১২ সপ্তাহের মধ্যে নিয়োগ নিতে হবে বলেও বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ এদিন সুপ্রিম কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ৩১

কাটল PTTI জট, সুপ্রিম কোর্টে বড় জয় প্রাথমিক শিক্ষকদের

নয়াদিল্লি: দীর্ঘ আইনি জট কাটিয়ে PTTI মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় পেলেন প্রাথমিক শিক্ষকদের একাংশ৷ আজ, দেশের শীর্ষ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ২০০৪-০৫ সালে দেওয়া PTTI শংসাপত্র বৈধ্য৷ ফলে, মামলাকালীদের আগামী ১২ সপ্তাহের মধ্যে নিয়োগ নিতে হবে বলেও বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট৷

এদিন সুপ্রিম কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ৩১ ডিসেম্বর, ২০১০-এর মধ্যে হাইকোর্টে যারা আবেদন করেছিলেন তাঁদের নিয়োগপত্র দিতে হবে৷ শূন্যপদে তাঁদের নিয়োগ করার কথাও জানানো হয়েছে৷ একই সঙ্গে ২০০৯ সালের নিয়োগের পর যারা প্রাইমারি শিক্ষক পদে কর্মরত তাঁদের কারোর চাকরি নিয়ে কোনও সমস্যা হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ আদালত সূত্রে খবর, ২০০৪-২০০৫ পিটিটিআই পাশ করা প্রার্থীদের ২০০৬-এ প্রশিক্ষণের জন্য ডাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ৷ কিন্তু ২০০৯ সালে নিয়োগের সময় ২০০৪-০৫ বর্ষের পিটিটিআই পড়ুয়াদের দেওয়া শংসাপত্রকে মান্যতা দেয়নি কাউন্সিল৷ এরপরই মামলা দায়ের হয় আদালতে৷  দীর্ঘ মামলা চলার পর আজ এই নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত৷

২০০৬ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করে তৎকালীন রাজ্য সরকার৷ পরীক্ষার পর, ২০০৯ সালে তৈরি হয় প্যানেল৷ ২০১০ সালে প্যানেলভুক্ত চাকরীপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হয়৷ ২০১১ সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, ১৯৯৫-৯৬ থেকে ২০০৪-০৫ শিক্ষাবর্ষের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রী পিটিটিআই-এর প্রশিক্ষণ নিয়েছেন তাঁদের প্রত্যেককে নিয়োগের সময় অতিরিক্ত বাইশ নম্বর দিতে হবে৷ কিন্তু পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীদের অভিযোগ, এই নম্বর তাঁদের দেওয়া হচ্ছিল না৷ নম্বর না দেওয়ার অভিযোগ ও ২০০৯ সালের প্যানেল বাতিলের দাবিতে ২০১২ সালে হাইকোর্টের দ্বারস্থ হন কয়েকজন পিটিটিআই প্রশিক্ষিত চাকরীপ্রার্থী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =