আচমকা পিছল কলেজে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, নেপথ্যে মন্ত্রী-কন্যা? বাড়ছে জল্পনা

আচমকা পিছল কলেজে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, নেপথ্যে মন্ত্রী-কন্যা? বাড়ছে জল্পনা

কলকাতা: আচমকাই পিছিয়ে গেল কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ প্রক্রিয়া। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে কমিশনের তরফে জানানো হয়েছে, জুন মাসের বদলে অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে জুলাই মাস থেকে। কমিশনের সিদ্ধান্ত বদলে জল্পনা তুঙ্গে৷ তবে কি মন্ত্রীকন্যার জন্যেই এই সিদ্ধান্ত বদল? প্রশ্ন উঠেছে রাজ্যের শিক্ষামহলে। কারণ, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর নাম রয়েছে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ তালিকায়৷ দুর্নীতি করে নিয়োগ পাওয়ার অভিযোগে ইতিমধ্যেই এসএসসি-র চাকরি গিয়েছে তাঁর।কলকাতা হাইকোর্টের নির্দেশে ফিরিয়ে দিতে হবে প্রথম দিন থেকে পাওয়া বেতন৷ স্কুলে মন্ত্রীকন্যার বেআইনি চাকরি নিয়ে যখন তোলপাড় রাজ্য, তখন দেখা যায় কলেজ সার্ভিস কমিশনে চাকরির ইন্টারভিউ তালিকায় জ্বলজ্বল করছে অঙ্কিতার নাম৷ 

আরও পড়ুন- ‘দুর্নীতি’-র পাকে SSC! অস্বচ্ছতা রুখতে পরীক্ষা পদ্ধতিতেই বড় বদল আনতে চলেছে কমিশন

যদিও এই দুইয়ের মধ্যে কোনও যোগাযোগ রয়েছে বলে কোনও দাবি ওঠেনি। তাছাড়া কোনও একটি চাকরি থেকে বরখাস্ত হলে (বা হওয়ার আগে) কেউ অন্য কোনও চাকরির জন্য আবেদন করতে পারেবন না, এমন কোনও আইন বা রীতিও নেই। কিন্তু, শিক্ষা প্রতিমন্ত্রী এবং তাঁর কন্যা অঙ্কিতা যেহেতু  বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন, তাই এই বিষয়টি শিক্ষা-সহ প্রশাসনের বিভিন্ন মহলে ‘অস্বস্তি’র কারণ হয়ে দাঁড়িয়েছে৷ সেই সূত্র ধরেই জল্পনা, এই বিতর্ক পিছু ছাড়াতেই বোধহয় আপাতত অধ্যাপক নিয়োগের জন্য ইন্টারভিউ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত৷ যাতে একটু সময় নিতে পারে কমিশন।

মনে করা হচ্ছে, একমাস পর কিছুটা হলেও এই বিতর্ক থিথু হবে। যদিও এই জল্পনার নির্দিষ্ট কোনও সমর্থন নেই। শিক্ষা দফতরের আধিকারিকদের অবশ্য বলছেন, এটা নেহাতই রুটিন সিদ্ধান্ত। এর সঙ্গে ইন্টারভিউ তালিকায় মন্ত্রী-কন্যার নামের কোনও যোগ নেই। পরিকাঠামোগত কারণেই ইন্টারভিউ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।