৮০০ শূন্যপদে কর্মী নিয়োগ করবে CRPF

৮০০ শূন্যপদে কর্মী নিয়োগ করবে CRPF

717601584e692afc7cea932d3ea98066

 

নয়াদিল্লি: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), ভারত সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গ্রুপ ‘বি’ এবং ‘সি’ নন-মিনিস্টেরিয়াল, নন-গেজেটেড, কমবাটাইসড প্যারামেডিক্যাল স্টাফ সহ হেড কনস্টেবল, ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ করতে চলেছে৷ যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা সত্ত্বর আবেদন করুন৷ অফলাইনেই সিআরপিএফ প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট ২০২০, নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করা যাবে৷ 

* সিআরপিএফ রিক্রুটমেন্ট ২০২০ পরীক্ষার জন্য ২০ জুলাই, ২০২০ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে৷ 
* আবেদনের শেষ তারিখ – ৩১ অগাস্ট, ২০২০
* লিখিত পরীক্ষার দিন- ২১ ডিসেম্বর, ২০২০

শূন্যপদের বিস্তারিত বিবরণ-
* ইন্সপেক্টর (ডায়টেসিয়ান) – ০১
* সাব-ইন্সপেক্টর (স্টাফ নার্স)- ১৭৫
* সাব-ইন্সপেক্টর (রেডিওগ্রাফার)- ০৮
* অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ফারমাসিস্ট)- ৮৪
* অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (ফিজিওথেরাপিস্ট)- ০৫
* অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ডেন্টাল টেকনিশিয়ান)- ০৪
* অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (লেবরেটরি টেকনিশিয়ান)- ৬৪

* অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর/ ইলেকট্রো-কার্ডিওগ্রাফি টেকনিশিয়ান- ০১
* হেড কনস্টেবল (ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট/ নার্সিং অ্যাসিস্ট্যান্ট/ মেডিক্যাল) – ৯৯
* হেড কনস্টেবল (এএনএম/ মিডওয়াইফ)- ০৩
* হেড কনস্টেবল (ডায়ালিসিস টেকনিশিয়ান) – ০৮ 
* হেড কনস্টেবল (জুনিয়ার এক্স-রে অ্যাসিস্ট্যান্ট)– ৮৪
* হেড কনস্টেবল (ল্যাবরেটরি অ্যসিস্ট্যান্ট)- ০৫
* হেড কনস্টেবল (ইলেকট্রিশিয়ান)- ০১
* হেড কনস্টেবল (স্টুয়ার্ড)– ০৩
* কনস্টেবল (মাসালচি)– ০৪
* কনস্টেবল (কুক)- ১১৬
* কনস্টেবল (সাফাই কর্মচারী)– ১২১
* কনস্টেবল (ধোবি/ ওয়াশারম্যান)- ০৫
* কনস্টেবল (ডব্লিউ/সি)- ০৩
* কনস্টেবল (টেবিল বয়)- ০১
* হেড কনস্টেবল (পশুচিকিৎসক)- ০৩
* হেড কনস্টেবল (ল্যাব টেকনিশিয়ান)- ০১
* হেড কনস্টেবল (রিডিওগ্রাফার)- ০১

 

বিভিন্ন পদের বয়স সীমা-
* সাব-ইন্সপেক্টর – ৩০ বছর
* অ্যাসিস্ট্যান্ট  সাব-ইন্সপেক্টর – ২০ থেকে ২৫ বছর
* হেড কনস্টেবল- ১৮ থেকে ২৫ বছর
* হেড কনস্টেবল (জুনিয়র এক্স-রে অ্যাসিস্ট্যান্ট/ ল্যাবোরেটরি অ্যাসিস্ট্যান্ট/ ইলেকট্রিশিয়ান)- ২০ থেকে ২৫ বছর
* হেড কনস্টেবল (স্টুয়ার্ড) এবং কনস্টেবল- ১৮ থেকে ২৩ বছর
নির্বাচন প্রক্রিয়া- ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST), ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট (PET), লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট/ ডকুমেন্ট স্ক্রিনিং এবং মেডিক্যাল পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *