নয়াদিল্লি: ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর (এসআই), অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই), হেড কনস্টেবল এবং কনস্টেবল পদে প্রচুর প্রার্থী নিয়োগ করবে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)৷ সম্প্রতি এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’-র প্রতিটি পদ হল নন-মিনিস্টেরিয়াল, নন-গেজেটেড, কমব্যাটিভ প্যারামেডিক্যাল স্টাফ৷
সিআরপিএফ রিক্রুটমেন্ট ২০২০, যোগ্যতা-
* ইন্সপেক্টর পদের জন্য প্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে৷
* সাব-ইন্সপেক্টর পদের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷
* এএসআই এবং হেড কনস্টেবল পদের জন্য উচ্চমাধ্যমিক বা মাধ্যমিক পাশ হতে হবে আবেদনকারীকে৷
* কনস্টেবল পদের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে৷
সিআরপিএফ নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য-
এই নিয়োগ পরীক্ষার জন্য গত ২০ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ অবেদনের শেষ তারিথ ৩১ অগাস্ট, ২০২০৷ প্রথম ধাপে প্রার্থী নির্বাচনের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে৷ পরীক্ষা হবে ২০ ডিসেম্বর, ২০২০৷ শুধুমাত্র হ্যান্ড/পোস্ট মারফৎ আবেদন করা যাবে৷ তবে অসম, মেঘালয়, অরুণাচলপ্রদেশে বসবাসকারী প্রার্থীরা পোস্ট/ স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে পারবেন৷
মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, জম্মু-কাশ্মীর, লাহৌল এবং স্পিটি জেলা এবং হিমাচলপ্রদেশের চম্বল জেলার পাঙ্গি সাব-ডিভিশন, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ বা লাক্ষাদ্বীপে বসবাসকারী প্রার্থীদের জন্য আবেদনের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর,২০২০৷
পরীক্ষার ফিস-
অসংরক্ষিত/ইডব্লিইএস/ওবিসি ক্যাটাগরির পুরুষ প্রার্থীদের গ্রুপ ‘বি’ পদের জন্য ২০০ টাকা এবং গ্রুপ ‘সি’ পদের জন্য ১০০ টাকা পরীক্ষার ফি দিতে হবে৷
তবে তফশিলি জাতি/উপজাতি এবং মহিলা প্রার্থীদের পরীক্ষায় বসার জন্য কোনও ফি দিতে হবে না৷
ইন্ডিয়ান পোস্টাল অর্ডার এবং ব্যাংক ড্রাফটের মাধ্যমে পরীক্ষার ফি পাঠানো যাবে৷