উচ্চ প্রাথমিকে সংকট, প্রাথমিকে উদ্বৃত্ত ৬০ হাজার শিক্ষক

কলকাতা: শিক্ষক নিয়োগ ইস্যুতে ফের প্রশ্নের মুখে স্কুল শিক্ষা দপ্তর৷ সমগ্র শিক্ষা প্রজেক্ট অ্যাপ্রভাল বোর্ডের প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য৷ ২০১৯-২০ সালে কেন্দ্রের তরফে রিপোর্ট প্রকাশ করে জানানো হয়েছে, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষক পদে শিক্ষক সংকট তৈরি হয়েছে৷ কিন্তু প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক উদ্বৃত্ত৷ রিপোর্টে আরও চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে৷ সেখানে

উচ্চ প্রাথমিকে সংকট, প্রাথমিকে উদ্বৃত্ত ৬০ হাজার শিক্ষক

কলকাতা: শিক্ষক নিয়োগ ইস্যুতে ফের প্রশ্নের মুখে স্কুল শিক্ষা দপ্তর৷ সমগ্র শিক্ষা প্রজেক্ট অ্যাপ্রভাল বোর্ডের প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য৷

২০১৯-২০ সালে কেন্দ্রের তরফে রিপোর্ট প্রকাশ করে জানানো হয়েছে, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষক পদে শিক্ষক সংকট তৈরি হয়েছে৷ কিন্তু প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক উদ্বৃত্ত৷ রিপোর্টে আরও চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে৷ সেখানে বলা হয়েছে, মাধ্যমিক স্তরে চারটি বিষয়ের শিক্ষক নেই প্রায় ৭২ শতাংশে স্কুলে৷ উচ্চ প্রাথমিকে তিনটি বিষয়ে শিক্ষক নেই ৪২ শতাংশ স্কুলে৷ প্রাথমিকে বিপুল সংখ্যক শিক্ষক উদ্বৃত্ত রয়েছে৷ এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র রিপোর্ট প্রকাশ করে জানানো হয়েছে, যে সমস্ত স্কুলে ঘাটতি রয়েছে, সেখানে যাতে দ্রুত শিক্ষক যথাযথভাবে বণ্টন করা হোক৷

প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে কম বিতর্ক হয়নি৷ দু’বার প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ সম্পন্ন হলেও জারি জটিলতা৷ উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়েও চলছে আইনি জটিলতায়৷ উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগে নানা টালবাহানা অভিযোগ উঠেছে৷ এই পরিস্থিতিতে রাজ্যের প্রায় ৫০ হাজার প্রাথমিক স্কুলে শূন্যপদ বণ্টন নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি৷বিভিন্ন স্কুলে এখনও শিক্ষক পদে শিক্ষক শূন্যপদ থাকলেও সেখানে নিয়োগ হয়নি বলেও অভিযোগ ওঠে৷ বদলি হওয়ার জেরে খালি হয়ে গিয়েছে বহু আসন৷

কিন্তু অভিযোগ উঠছে, ঠিকঠাক শিক্ষক বণ্টন না হয় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠছে৷ স্কুলে স্কুলে ইতিমধ্যেই শিক্ষক নিয়োগের দাবিতে একাধিকবার অবরোধ বিক্ষোভ পর্যন্ত করেছেন পড়ুয়া থেকে অভিভাবকরা৷ কিন্তু, কেন্দ্রের রিপোর্ট বলছে, রাজ্যের ৫৯ হাজার শিক্ষক উদ্বৃত্ত৷ যা অন্য কয়েকটি রাজ্যের তুলনায় অনেক বেশি৷ মধ্যপ্রদেশে ৩৩ হাজার উদ্বৃত্ত শিক্ষক৷ কিন্তু সেখানে পশ্চিমবঙ্গ ৬০ হাজার উদ্বৃত্ত শিক্ষক নিয়ে তৈরি হয়েছে নয়া বিভ্রান্তি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =