উচ্চ প্রাথমিকে নিয়োগের মেধাতালিকা প্রকাশ করতে হবে, SSC-কে ‘ডেডলাইন’ হাইকোর্টের

উচ্চ প্রাথমিকে নিয়োগের মেধাতালিকা প্রকাশ করতে হবে, SSC-কে ‘ডেডলাইন’ হাইকোর্টের

কলকাতা: প্রায় সাত বছর ধরে নিয়োগ আটকে আছে উচ্চ প্রাথমিকে। এবার যাতে সেই নিয়োগ দ্রুত হয় তার জন্য বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এসএসসি-কে তাদের নির্দেশ, সব তথ্য আগামী দু’সপ্তাহের মধ্যে তাদের প্রকাশ করতে হবে। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে। 

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে পুরনো মেধা-তালিকা বাতিল করে নতুন ভাবে তালিকা তৈরির নির্দেশ এক সময় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শেষ তথ্য অনুযায়ী, মোট ১৪ হাজার ৫২ টি উত্তরপত্রের মধ্যে বাতিল হয়েছে ১ হাজার ৪৬৩। তার ফলে মেধা তালিকা তৈরি হয়েছে ১২ হাজার ৫৮৯ জনের। ইন্টারভিউয়ের সবিস্তার নম্বর, অনলাইন আবেদনপত্র-সহ সব তথ্য প্রকাশ করার নির্দেশ এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনকে দিয়েছে আদালত। এমনিতেই একাধিক অভিযোগে অভিযুক্ত এসএসসি। তাদের বিরুদ্ধে উত্তরপত্র বিকৃত করে নম্বর কমানো-বাড়ানোর অভিযোগও আছে। হাইকোর্টের এই নির্দেশ আসার পর মনে করা হচ্ছে, দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যাবে। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 1 =