এবার ‘ভলান্টিয়ার’ শিক্ষকদের স্থায়ীকরণে জোড়া বিজ্ঞপ্তি রাজ্যের, সিঁদুরে মেঘের শঙ্কা!

এবার ‘ভলান্টিয়ার’ শিক্ষকদের স্থায়ীকরণে জোড়া বিজ্ঞপ্তি রাজ্যের, সিঁদুরে মেঘের শঙ্কা!

কলকাতা: ভলান্টিয়ার শিক্ষক নিয়োগ বিতর্কের মধ্যেই এবার নয়া বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন৷ দু'দিনের ব্যবধানে জোড়া বিজ্ঞপ্তি প্রকাশ করে মাধ্যমিক শিক্ষাকেন্দ্র এমএসকে ভলেন্টিয়ার শিক্ষকদের স্থায়ীকরণের বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে৷ একই সঙ্গে এমএসকে ইন-চার্জদের জন্য নামের তালিকা চেয়ে স্থানীয়করণের উদ্যোগ দেওয়া হয়েছে৷ পাশাপাশি দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা নিয়োগ নতুন করে শুরু কররা বিষয়েও দেওয়া হয়েছে আশ্বাস৷ নয়া এই ব্যবস্থায় সিঁদুরে মেঘ দেখছেন শিক্ষা মহলের একাংশ৷

বিজ্ঞপ্তি প্রকাশ করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের এমএসকেগুলিতে নিযুক্ত সমস্ত ভলান্টিয়ার শিক্ষকদের স্থায়ী করা হবে৷ স্থায়ীকরণের জন্য পঞ্চায়েত থেকে ননামের তালিকা চেয়ে পাঠানো হয়েছে৷ ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত এমএসকেগুলিতে নিযুক্ত ভলান্টিয়ার শিক্ষকদের নাম, জন্মের তারিখ, কাজে যোগদানের সময় উল্লেখ করে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনে পাঠতে নির্দেশ দেওয়া হয়েছে৷  আগামী ৪ মার্চের মধ্যে সেই তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা পরিষদগুলিকে৷ যেহেতু ওই পদে ২০১০ সাল থেকে কোনও নিয়োগ করেনি পঞ্চায়েত দপ্তর, ফলে তার আগে নিযুক্তদের নামের তালিকা পাঠিয়ে স্থায়ী করার বিষয়ে জানানো হয়েছে৷

এবিষয়ে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম বলেন, ‘‘আমরা দপ্তরে আন্দোলনের সময় দাবি করেছিলাম ইন-চার্জদের জন্য৷ মুখ্য সহায়ক, সহায়িকা, সম্প্রসারকদের জন্য৷ এবার  ভলান্টিয়ার শিক্ষক ও ইন-চার্জদের স্থায়ী করার বিষয়ে আশ্বাস পাওয়া গিয়েছে৷’’ তবে, তাঁর আশঙ্কা, ‘‘দীর্ঘ ৮ বছর ধরে মাধ্যমিক শিক্ষাকেন্দ্র (MSK) ও শিশুশিক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষক নিয়োগ হয়নি৷ শিক্ষাকেন্দ্রগুলি ধুঁকছে৷ ভলান্টিয়ার শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে তা গিমিক৷ যে শর্ত দেওয়া হয়েছিল তাতে একজন ও শিক্ষক নিয়োগ হবে না৷ আমরা পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে বারংবার শিক্ষামন্ত্রীকে দাবি জানিয়েছিলাম৷ এই বিজ্ঞপ্তির ফলে রাজ্যজুড়ে কিছু শাসকপন্থী নেতারা ভুল বুঝিয়ে তোলা তুলবে! কিন্তু আদৌ একজনও শিক্ষক নিয়োগ হবে না৷ আমরা চাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বাঁচাতে স্বায়ী শিক্ষক নিয়োগ৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *