শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদ এবার রাজধানীতে, তুঙ্গে প্রস্তুতি

আজ বিকেল: বাংলায় শিক্ষক নিয়োগের দুর্নীতির প্রতিবাদে উত্তাল হতে চলেছে রাজধানীর যন্তর মন্তর৷ শিক্ষক নিয়োগে গতি ও দুর্নীতির বাদে যন্তর মন্তরের সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছে এসএসসি যুবছাত্র অধিকার মঞ্চ৷ বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি মঙ্গল ও বুধবার একগুচ্ছ পদক্ষেপও নেওয়া হয়েছে এসএসসি যুবছাত্র অধিকার মঞ্চের তরফে৷ ইতিমধ্যেই এই বনধের সমর্থনে প্রচার শুরু করেছে এসএসসি চাকরিপ্রার্থী মঞ্চের

শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদ এবার রাজধানীতে, তুঙ্গে প্রস্তুতি

আজ বিকেল: বাংলায় শিক্ষক নিয়োগের দুর্নীতির প্রতিবাদে উত্তাল হতে চলেছে রাজধানীর যন্তর মন্তর৷ শিক্ষক নিয়োগে গতি ও দুর্নীতির বাদে যন্তর মন্তরের সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছে এসএসসি যুবছাত্র অধিকার মঞ্চ৷ বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি মঙ্গল ও বুধবার একগুচ্ছ পদক্ষেপও নেওয়া হয়েছে এসএসসি যুবছাত্র অধিকার মঞ্চের তরফে৷ ইতিমধ্যেই এই বনধের সমর্থনে প্রচার শুরু করেছে এসএসসি চাকরিপ্রার্থী মঞ্চের প্রতিনিধিরা৷

জানা গিয়েছে, বাম-শ্রমিক সংগঠনের ডাকা দু’দিনে শ্রমিক ধর্মঘটে সমর্থন জানিয়েছে এসএসসি যুবছাত্র অধিকার মঞ্চ৷ গোটা দেশের সমস্ত জীবিকার আন্দোলনগুলিকে ঐক্য বদ্ধ করে গঠিত হয়েছে একটি যৌথ মঞ্চ৷ ইয়াং ইন্ডিয়া অধিকার মঞ্চের নামে গড়ে ওঠা ওই মঞ্চে পতাকা তলে যুবছাত্র অধিকার মঞ্চ যুক্ত হয়ে রাজ্য-সহ দেশের কর্মসংস্থান ইস্যুকে সামনে রেখে বড়সড় আন্দোলন গড়ে তোলারও ডাক দেওয়া হয়েছে৷ মঙ্গল ও বুধবারের বনধের সমর্থন লাগাতার প্রচারের সঙ্গে সঙ্গে ‘সংগ্রামী মঞ্চে’র তরফেও পথে নামার আহ্বান জানানো হয়েছে৷ একই সঙ্গে এসএসসি চাকরিপ্রার্থীদের বাকি মঞ্চের প্রতিনিধিদের আহ্বান জানাবে ইয়াং ইন্ডিয়া অধিকার মঞ্চ৷

এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে এসএসসি যুবছাত্র অধিকার মঞ্চের সদস্য মেহেবুব মণ্ডল বলেন,‘‘শিক্ষক নিয়োগের সমস্ত পরীক্ষা নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবিতে ৮-৯ তারিখ ধর্মঘট সফল করুন৷ স্বচ্ছ নিয়োগের দাবিতে ধর্মঘট চলছে চলবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =