নিয়োগে ‘দুর্নীতি’! SSC-র চাপ বাড়িয়ে মামলা-ধর্নার প্রস্তুতি

কলকাতা: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধা তালিকায় চূড়ান্ত অনিয়ম! স্কুল সার্ভিস কমিশনের চাপ বাড়িয়ে ফের যুদ্ধ ঘোষণা শিক্ষক সংগঠনের৷ একদিকে মামলার প্রস্তুতি, অন্যদিকে কমিশনের দপ্তর ঘেরাও কর্মসূচি নিয়ে মাঠে নামতে চলেছে শিক্ষক ঐক্য মঞ্চ৷ শিক্ষক সংগঠনের তরফে জানানো হয়েছে, এসএসসির দপ্তরের সামনে মিছিল মিটিং করা যাবে না বলে পুলিশ যে নিষেধাজ্ঞা চাপিয়েছে, তার বিরুদ্ধে এবার

3 stocks recomended

কলকাতা: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধা তালিকায় চূড়ান্ত অনিয়ম! স্কুল সার্ভিস কমিশনের চাপ বাড়িয়ে ফের যুদ্ধ ঘোষণা শিক্ষক সংগঠনের৷ একদিকে মামলার প্রস্তুতি, অন্যদিকে কমিশনের দপ্তর ঘেরাও কর্মসূচি নিয়ে মাঠে নামতে চলেছে শিক্ষক ঐক্য মঞ্চ৷

শিক্ষক সংগঠনের তরফে জানানো হয়েছে, এসএসসির দপ্তরের সামনে মিছিল মিটিং করা যাবে না বলে পুলিশ যে নিষেধাজ্ঞা চাপিয়েছে, তার বিরুদ্ধে এবার তারা মামলা করবেন৷ কলকাতা হাইকোর্টের পুজোর ছুটি থাকা সত্ত্বেও অবসরকালীন বেঞ্চে এই মামলা দায়ের করতে চলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য৷ ইতিমধ্যেই মামলার প্রস্তুতি নিয়ে দফায় দফায় আলোচনা হয়ে গিয়েছে তাঁদের৷ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আশ্বাসে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী শুক্রবার কমিশনের দপ্তর ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষক ঐক্য মঞ্চ৷

এই বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম জানিয়েছেন, ‘‘উচ্চ প্রাথমিক-সহ স্কুল সার্ভিস কমিশনে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, পিএসসি, WBCS-তে নিয়োগ নিয়ে বর্তমান সময়কালে অস্বচ্ছতা ও দুর্নীতি হয়েছে৷ যা এই প্রজন্ম-সহ আগামী প্রজন্মকে ধ্বংস করতে চলেছে৷ তার বিরুদ্ধে যখন আমরা গণতান্ত্রিক-ভাবে প্রতিবাদ করছি, মিছিল-মিটিং-ধর্না-কর্মসূচির মাধ্যমে, তখন পুলিশ আমাদের অনুমতি দিচ্ছে না৷ আমাদের উপর জলকামান, লাঠিচার্জ, গ্রেপ্তার করা হয়েছে৷ তা সত্ত্বেও আমরা আমাদের অধিকারের জন্য রাস্তায় লড়াই আন্দোলন কবর৷ এটা দুর্ভাগ্য, এখানে মিটিং করার জন্য হাইকোর্টে যেতে হচ্ছে৷ অর্থাৎ গণতন্ত্র ও সংবিধানকে ধ্বংস করা হচ্ছে৷ আমরা এটা হতে দেব না৷ পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা শুক্রবার কমিশনের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ ও ডেপুটেশন জমা দেব৷’’

শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সহ-সম্পাদক শ্রীমন্ত ঘোষ বলেন, ‘‘শিক্ষাক্ষেত্র ও শিক্ষকদের স্বার্থে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ তার সর্বশক্তি দিয়ে লড়াই করছে৷ আমাদের রাজ্যের শিক্ষাব্যবস্থাকে পুনরুদ্ধার করার লক্ষ্যে আমাদের৷ আমরা রাস্তার লড়াই এবং আইনি লড়াই চালিয়ে যাব অরাজনৈতিক ভাবে৷’’

শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের অভিযোগ, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধা তালিকায় অনিয়ম রয়েছে৷ এর প্রতিবাদে শিক্ষক সংগঠনের তরফে স্কুল সার্ভিস কমিশনের দপ্তর ঘেরাওয়ের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে৷ কিন্তু বিধাননগর কমিশনের তরফে অনুমতি চাওয়া হলে তা দেওয়া হয়নি৷ উল্টে, পুলিশের তরফ জানিয়ে দেওয়া হয়েছে, বিধাননগর এলাকায় কোনও মিছিল মিটিং করা যাবে না৷ পুলিশের এই নির্দেশের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছে শিক্ষকদের সংগঠন৷

শিক্ষক সংগঠনের অভিযোগ, গত পয়লা অক্টোবর উচ্চ প্রাথমিকে মেয়ে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ এরপরই কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন৷ কিন্তু প্রকাশিত উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় রয়েছে একাধিক অসংগতি৷ এই নিয়ে অভিযোগ জানাতে গেলে কমিশনের তরফে তা খারিজ করে দেওয়া হয় বলে অভিযোগ শিক্ষক সংগঠনের৷ এরই প্রতিবাদে কমিশনের দপ্তর ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়৷ আগামী ১৮ অক্টোবর কমিশনের দপ্তর ঘেরাও করার ডাক দেওয়া হলেও পুলিশি অনুমতি দিতে নারাজ৷ কিন্তু পুলিশ অনুমতি দিতে অস্বীকার করায় এবার মামলা দায় ও সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করে শুক্রবার ফের রাজপথে নামছে শিক্ষকদের এই অরাজনৈতিক সংগঠন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =