নিয়োগে ‘দুর্নীতি’! গ্রুপ-ডি পদে নিয়োগ প্রক্রিয়ায় হাইকোর্টের স্থগিতাদেশ

কলকাতা: রাজ্যের আরও তিনটি কলেজের গ্রুপ-ডি পদে নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করল কলকতা হাইকোর্ট৷ এর আগে বেশ কয়েকটি কলেজে ‘দুর্নীতি’র অভিযোগ ওঠায় আপাতত স্থগিত নিয়োগ প্রক্রিয়া৷ সোমবার আরও তিনটি কলেজে নিয়োগে স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি অরিন্দম সিনহা৷ জানা গিয়েছে, ২০১৭ সালের ২৫ আগস্ট জারি করা সরকারি নির্দেশিকাকে হাতিয়ার করে যে নিয়োগ প্রক্রিয়া চলছে, তা

নিয়োগে ‘দুর্নীতি’! গ্রুপ-ডি পদে নিয়োগ প্রক্রিয়ায় হাইকোর্টের স্থগিতাদেশ

কলকাতা: রাজ্যের আরও তিনটি কলেজের গ্রুপ-ডি পদে নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করল কলকতা হাইকোর্ট৷ এর আগে বেশ কয়েকটি কলেজে ‘দুর্নীতি’র অভিযোগ ওঠায় আপাতত স্থগিত নিয়োগ প্রক্রিয়া৷ সোমবার আরও তিনটি কলেজে নিয়োগে স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি অরিন্দম সিনহা৷

জানা গিয়েছে, ২০১৭ সালের ২৫ আগস্ট জারি করা সরকারি নির্দেশিকাকে হাতিয়ার করে যে নিয়োগ প্রক্রিয়া চলছে, তা অবৈধ বলে মামলাকারীদের তরফে দাবি করা হয়েছে৷ অভিযোগ, এই নির্দেশিকার জেরে কলেজ সার্ভিস কমিশনের এক্তিয়ার খর্ব করা হয়েছে৷ কমিশন পরিচালন আইনের একটি অংশকে অন্যায্যভাবে ব্যবহার করে গ্রুপ-ডি পদে নিয়োগের দায়িত্ব কলেজগুলির পরিচালন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ওই নির্দেশিকা অনুযায়ী কলেজগুলি বিজ্ঞাপন দিয়ে নিজের পছন্দমতো নির্বাচক কমিটি গঠন করে শূন্যপদে নিয়োগ করতে চলেছে৷ এখানে কমিশনকে কিছু করার সুযোগ দেওয়া হয়নি৷ অথচ, এমন নিয়োগের জন্যই কমিশন গঠন করা হয়েছিল৷ মামলাকারীদের দাবি, এভাবে নিয়োগ হলে দুর্নীতি ও স্বজনপোষণ বহুগুণ বেড়ে যাবে৷ মামলাকারীদের অভিযোগের বিরুদ্ধে পাল্টা যুক্তি দেয় রাজ্য৷ কিন্তু, আদালতে ধোপে টেকেনি ওই রাজ্যের যুক্তি৷ বাদি-বিবাদি পক্ষের সওয়ালজবাব শোনার পর তারকেশ্বর ডিগ্রি কলেজ, কোচবিহারের শীতলকুচি কলেজ ও আলিপুরদুয়ারের শহিদ ক্ষুদিরাম কলেজের নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করে আদালত৷ শুনানিতে জানা গিয়েছে, এই তিনটি কলেজে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে৷ কিন্তু, আদালত জানিয়েছে, ওই প্রক্রিয়া যে অবস্থায় ছিল, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তেমনই থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 6 =