শিক্ষক নিয়োগে দুর্নীতি! বিদ্রোহের মুখে এবার শিক্ষামন্ত্রী!

কলকাতা: উচ্চ প্রাথমিকে নিয়োগ পরীক্ষার মেধা তালিকায় গরমিল ধরা পড়েছে৷ যা নিয়ে চাকরি প্রার্থীদের অভিযোগ জমা পড়েছে স্কুল সার্ভিস কমিশনে৷ কমিশনের নির্দেশ মতো গত ২৫ অক্টোবর গভীর রাত পর্যন্ত উচ্চ প্রাথমিকে হবু শিক্ষকরা মেধা তালিকায় অসঙ্গতি ও অনিয়ম নিয়ে প্রায় সাড়ে তিন হাজার অভিযোগ জমা দিয়েছেন৷ সেই অভিযোগগুলি নিয়ে কমিশন কী পদক্ষেপ নিচ্ছে, তা জানাতে

5de998ca31ae372fd4db25ef340ebe58

শিক্ষক নিয়োগে দুর্নীতি! বিদ্রোহের মুখে এবার শিক্ষামন্ত্রী!

কলকাতা: উচ্চ প্রাথমিকে নিয়োগ পরীক্ষার মেধা তালিকায় গরমিল ধরা পড়েছে৷ যা নিয়ে চাকরি প্রার্থীদের অভিযোগ জমা পড়েছে স্কুল সার্ভিস কমিশনে৷ কমিশনের নির্দেশ মতো গত ২৫ অক্টোবর গভীর রাত পর্যন্ত উচ্চ প্রাথমিকে হবু শিক্ষকরা মেধা তালিকায় অসঙ্গতি ও অনিয়ম নিয়ে প্রায় সাড়ে তিন হাজার অভিযোগ জমা দিয়েছেন৷ সেই অভিযোগগুলি নিয়ে কমিশন কী পদক্ষেপ নিচ্ছে, তা জানাতে ১৪ নভেম্বর শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছে বাম ছাত্র যুব সংগঠন৷

ওই দিন বিধাননগরের করুণাময়ীতে জমায়েত করে মিছিল হবে৷ উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রসঙ্গে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি জমা দেওয়ার কথা রয়েছে বাম যুবদের৷

উচ্চ প্রাথমিক মেধাতালিকায় তালিকা প্রকাশের অনুমতি দেওয়ার পাশাপাশি আদালত স্কুল সার্ভিস কমিশনকে অভিযোগ জানাতে বলেছিল৷ কিন্তু, আদালতে নির্দেশ মেনে প্রকাশিত মেধ তালিকা দেখে ক্ষোভে ফেঁটে পড়েন চাকরিপ্রার্থীদের একাংশ৷ গত ২৫ অক্টোবর পর্যন্ত চাকরি প্রার্থীদের অভিযোগ জমা নেওয়ার সময় নির্ধারণ করেছিল আদালত৷ কমিশনের প্রকাশিত মেধা তালিকা অসঙ্গতি ও অনিয়ম নিয়ে বহু অভিযোগ জমা পড়েছে৷ কমিশনের দপ্তরে এই ব্যাপারে চাকরিপ্রার্থীরা খোঁজ খবর নিয়েও কিছু জানতে না পারায় গভীর আশঙ্কার মধ্যে পড়েছেন হবু শিক্ষকরা৷ চাকরিপ্রার্থীদের আশঙ্কার অবসান ঘটাতে শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছে ডেপুটেশন দেওয়া সিদ্ধান্ত নিয়েছে ছাত্র সংগঠনের৷ এই ব্যাপারে প্রেস বিবৃতি জারি করেছে ডিওয়াইএফআই৷

উচ্চ প্রাথমিকে নিয়োগ তালিকা গরমিলের অভিযোগ তুলে আগেই সরব হয়েছেন চাকরিপ্রার্থীরা৷ তাদের অভিযোগ, তালিকা ভুলে ভরা৷ প্রথমবার থেকে দ্বিতীয়বারের মেধাতালিকায় অনেকেই টেট ও অ্যাকাডেমিক নম্বর বেড়েছে৷ এভাবে নম্বর বাড়তে পারে না৷ অনেকে ইন্টারভিউ দিয়েছে, তাদের নামের তালিকায় স্থান দেওয়া হয়নি৷ অনেকেই ইন্টারভিউ নম্বর বাড়িতে তালিকায় প্রথমদিকে তুলে আনা হয়েছে৷ কিন্তু, কীভাবে হন এমন ঘটনা? অভিযোগ তুলছেন চাকরিপ্রার্থীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *