কর্মসংস্থানের রিপোর্টে বিতর্ক, মোদির চার বাড়িয়ে পদত্যাগ দুই কর্তার

নয়াদিল্লি: কর্মসংস্থানের রিপোর্ট নিয়ে বিতর্ক৷ তার জেরেই মোদি সরকারের উপর চাপ বাড়িয়ে জাতীয় পরিসংখ্যান কমিশন থেকে পদত্যাগ করেছেন দুই সদস্য। অস্থায়ী চেয়ারপার্সনপিরি সি মোহনন ও জে ভি মীনাক্ষী সরে আসার পর এখন কমিশনে রইলেন চিফ স্ট্যাটিস্টিশিয়ান প্রবীণ শ্রীবাস্তব ও নীতি আয়োগের চেয়ারম্যান অমিতাভ কান্ত। পদত্যাগের পর মোহনন জানিয়েছেন, কমিশনকে এখন খুব একটা সক্রিয় বলে মনে

5577d54cdcfa99fd6b37b192764f808c

কর্মসংস্থানের রিপোর্টে বিতর্ক, মোদির চার বাড়িয়ে পদত্যাগ দুই কর্তার

নয়াদিল্লি: কর্মসংস্থানের রিপোর্ট নিয়ে বিতর্ক৷ তার জেরেই মোদি সরকারের উপর চাপ বাড়িয়ে জাতীয় পরিসংখ্যান কমিশন থেকে পদত্যাগ করেছেন দুই সদস্য। অস্থায়ী চেয়ারপার্সনপিরি সি মোহনন ও জে ভি মীনাক্ষী সরে আসার পর এখন কমিশনে রইলেন চিফ স্ট্যাটিস্টিশিয়ান প্রবীণ শ্রীবাস্তব ও নীতি আয়োগের চেয়ারম্যান অমিতাভ কান্ত।

পদত্যাগের পর মোহনন জানিয়েছেন, কমিশনকে এখন খুব একটা সক্রিয় বলে মনে হয়নি। তাঁদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালে। কমিশনের দায়িত্বও পালন করতে পারছেন না তাঁরা। তাঁদের সম্মতির পরেও দেশে কর্মসংস্থান হল, সেই রিপোর্ট প্রকাশ করতে অস্বীকার করেছে কেন্দ্র৷

পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণমন্ত্রকের অধীনে কমিশনে সাত সদস্য থাকার কথা৷ কিন্তু তিনটি পদ খালি রয়েছে। জানা গিয়েছে, ২০১৭-২০১৮ সালের বার্ষিক কর্মসংস্থান রিপোর্ট নিয়েই তাঁদের মতভেদ শুরু হয়৷ গত নভেম্বরে ইউপিএ আমলের সংশোধিত জিডিপি তথ্য প্রকাশ করার জন্য নীতি আয়োগ সরকারের সমালোচনার মুখে পড়েছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *