গুয়াহাটি: শুধুমাত্র শব্দের তারতম্য৷ এছাড়া আর কোনও পার্থক্য রইল না চুক্তিভিত্তিক শিক্ষক এবং স্থায়ী শিক্ষকের মধ্যে৷ কারণ এবার থেকে নিয়মিত বা ‘রেগুলার’ শিক্ষকদের সমহারেই চুক্তি ভিত্তিক শিক্ষকদের বেতন, ডিএ, বার্ষিক ইনক্রিমেন্ট সহ যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ একইসঙ্গে চুক্তিভিত্তিক শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়িয়ে ষাট বছর করা হবে বলেও জানানো হয়েছে৷ সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় নিযুক্ত ৪৬,১৫৩ জন শিক্ষক৷
রাজ্যে করোনা পরিস্থিতি সামাল দিতে দিয়ে কোষাগারের অবস্থা বেহাল৷ একথা একাধিকবার জানিয়েছেন অসমের অর্থমন্ত্রী৷ এই পরিস্থিতিতে রাজ্যের ৪৬,১৫৩ জন শিক্ষককে নিয়মিত শিক্ষকের সমান সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্তে হতবাক রাজনৈতিক মহল৷ যদিও শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার দাবি, এই ঘোষণার মাধ্যমে বিজেপি’র নির্বাচনী প্রতিশ্রুতি পালন করা হয়েছে৷ কারণ, ২০১৬ সালের বিধানসভা ভোটে নির্বাচনী ইস্তেহারে টেট শিক্ষকদের চাকরি রেগুলার করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি৷ মেয়াদ ফুরনোর আগে সেই প্রতিশ্রুতি রাখতেই চুক্তিভিত্তিক শিক্ষকদের চাকরি স্থায়ী শিক্ষকদের সম মর্যাদার করা হল বলে জানিয়েছেন তিনি৷
গত ২৬ মে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হিমন্তবিশ্ব শর্মা৷ তিনি জানান, অসমে ‘সর্ব শিক্ষা অভিযানে’র অধীনে চুক্তির ভিত্তিতে কাজ করছেন ২৯,৭০১ জন টেট শিক্ষক৷ এই সকল শিক্ষকদের চাকরির মেয়াদ ও বেতন নিয়মিত শিক্ষকদের সমান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এবার থেকে চুক্তি ভিত্তিক শিক্ষকরাও সমহারে ক্যাজুয়াল লিভ, মেটারনিটি লিভ, আর্ন লিভ ইত্যাদি পাবেন৷ তাঁদের সিপিএফ থাকবে৷ ব্যাংক ঋণ নিতে চাইলে ডিডিও আন্ডারটেকিং দেবেন৷ বেতন থেকে কিস্তি কাটার সুবিধেও থাকবে৷ পরবর্তী বেতন কমিশনের অন্যান্য সরকারি কর্মীদের মতো তাঁদের বেতনও সংশোধন করা হবে৷
এছাড়াও শিক্ষামন্ত্রী জানান, সরকারের টেস্ট পুলের অধীনে কর্মরত ১১,২০৬ জন টেটে শিক্ষককেও রেগুলার শিক্ষকের সমহারে বেতন, অন্যান্য সুযোগ-সুবিধা ও ষাট বছর পর্যন্ত চাকরির সুযোগ দেওয়া হবে৷ টেস্ট পুলের অধীনে কর্মরত টেট শিক্ষকরা এতদিন ২০ হাজার থেকে ২২ হাজার টাকা বেতন পেতেন৷ জুন মাস থেকে তাঁরাও স্থায়ী শিক্ষকদের সমহারে বেতন পাবেন৷
২০১২ সালে হাইস্কুলে চুক্তির ভিত্তিতে নিযুক্ত ৫,২৪৩ জন শিক্ষককেও রেগুলার শিক্ষকদের সম পর্যায়ের সুবিধা দিচ্ছে অসম সরকার৷ শর্মা জানান, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন মোট ৪৬,১৫৩ জন চুক্তি ভিত্তিক টেট শিক্ষক৷ পরিবারের কোনও সদস্যের চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় ফেরত পাবেন তাঁরা৷ শুধুমাত্র নিয়মিত শব্দটি বাদ দিয়ে রেগুলার টিচারের সঙ্গে আর কোনও পার্থক্যই থাকবে না তাঁদের৷