সুখবর! পুজোর পর খাদ্য দফতরের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ, আসছে ডাকা

পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের সাব-ইন্সপেক্টরের বর্তমানে মোট সংখ্যা ৬৫০ জন। এদিকে সেখানে মোট পদের সংখ্যা ২৪০০ জনের। দীর্ঘ দিন এই ১৭৫০টি পদ খালি পড়ে আছে।  যত দ্রুত সম্ভব এই শূন্যপদ গুলি ভরে ফেলতে চাইছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। সেই মর্মে আগামী নভেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়ার কাজ সম্পূর্ণ করতে তৎপর পিএসসি।

কলকাতা: পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের সাব-ইন্সপেক্টরের বর্তমানে মোট সংখ্যা ৬৫০ জন। এদিকে সেখানে মোট পদের সংখ্যা ২৪০০ জনের। দীর্ঘ দিন এই ১৭৫০টি পদ খালি পড়ে আছে।  যত দ্রুত সম্ভব এই শূন্যপদগুলি পূরণ করতে চাইছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। সেই মর্মে আগামী নভেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়ার কাজ সম্পূর্ণ করতে তৎপর পিএসসি। খুব শীঘ্রই ইন্টারভিউয়ের ডাক পাঠানোর বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা গিয়েছে৷

গত বছর খাদ্য দফতরের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল৷ সম্প্রতি সেই পরীক্ষার ৩০০০ উত্তীর্ণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে৷ বাকি রয়েছে ১৫ নম্বরের ইন্টারভিউ পরীক্ষা৷ সেই মর্মে দ্রুত ইন্টারভিউ নেওয়ার প্রস্তুতি চালু হয়েছে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউ এর প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই সফল প্রার্থীদের চূড়ান্ত তালিকা তৈরি করবে মন্ত্রক। এই সমগ্র প্রক্রিয়া অতি দ্রুত সারতে চাইছে পিএসসি। এই বিষয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জোরের সঙ্গে বলেছেন, আগামী নভেম্বর মাস থেকেই নতুন সাব-ইন্সপেক্টররা কাজে যোগ দিতে পারবেন।

সম্প্রতি রেশন ব্যবস্থা পরিচালনা ও ধান কেনার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিশেষ নজর দিয়েছেন। এই সমস্ত কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে সাব-ইন্সপেক্টরেরা। রেশন দোকান, চালকল , ধানের ক্রয় কেন্দ্রগুলিতে তাদের নিয়মিত পর্যবেক্ষণ চালাতে হয়। এর বাইরেও খাদ্য দফতরের একাধিক কর্মসূচি সুষ্ঠভাবে সম্পন্ন করতে সাব-ইন্সপেক্টরদের ভুমিকা অনস্বীকার্য। খাদ্য দফতরের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সমীরণ দাসে’র কথায়, খাদ্য দফতরের কর্মসুচিগুলিকে নির্ভুলভাবে সম্পন্ন করতে সাব-ইন্সপেক্টর পদের শূন্যস্থান অবিলম্বে পূরণ করা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + sixteen =