অনুমতি ছাড়া শিক্ষক নিয়োগে ‘না’! নয়া নির্দেশ শিক্ষা দপ্তরের

অনুমতি ছাড়া শিক্ষক নিয়োগে ‘না’! নয়া নির্দেশ শিক্ষা দপ্তরের

কলকাতা:  স্কুল শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়াই স্কুলের কম্পিউটার শিক্ষকদের কম্পিউটার লিটারেসি ট্রেনিং প্রোগ্রাম (সিএলটিপি)- এর কাজে নিযুক্ত করছে রাজ্যের বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল কর্তৃপক্ষ৷ অল বেঙ্গল কম্পিউটার টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ধরণের অভিযোগ পাওয়ার পরে এবার এই ধরণের সরকারি স্কুলগুলির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করল রাজ্য শিক্ষা দফতর৷

স্কুল গুলিকে সতর্ক করতে একটি নির্দেশিকা জারি করেছে দপ্তর৷ নির্দেশিকা অনুসারে, স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারের অনুমতি ছাড়া কম্পিউটার সংস্থাগুলি থেকে রাজ্য সরকারের আওতাধীন স্কুলগুলিতে নিযুক্ত কম্পিউটার শিক্ষকদের কোনও কম্পিউটার স্বাক্ষরতা প্রকল্পের কাজে যুক্ত করতে পারবে না স্কুল কর্তৃপক্ষ৷

অন্যদিকে, স্কুলে কম্পিউটার শেখাতে চুক্তিভিত্তিক ২ হাজার পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য৷ রাজ্যের উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে কম্পিউটার শেখানোর জন্য চুক্তির ভিত্তিতে অন্ততপক্ষে ২ হাজার শিক্ষক নিয়োগ করা হবে৷ মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷ শিক্ষা দপ্তরের এই সংক্রান্ত প্রস্তাব খতিয়ে দেখবে৷ কীভাবে ওই পদে নিয়োগ হবে? বেতন কত হবে? নির্দিষ্ট করবে শিক্ষা দপ্তর৷

রাজ্যের উচ্চ মাধ্যমিক স্তরে অন্ততপক্ষে ৫০০ টি স্কুলে কম্পিউটার পড়ানোর জন্য বিভিন্ন সংস্থার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হয়৷ ২০০০ সালে এই প্রকল্পটি প্রথম চালু করা হয়৷ যার মেয়াদ শেষ হয় ২০১২ সালের৷ কিন্তু সরকারি ভাবে নিয়োগ দাবিতে বিভিন্ন সময় আন্দোলনে নামেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ পরে তাঁদের কাজে বহাল রাখা হয়৷ এবার সরাসরি বিজ্ঞপ্তি দিয়ে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অনুমতি ছাড়া আর কোনও নিয়োগ করা হবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + twenty =